পরীক্ষা পিছনোর আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীকে। তার জবাব না আসায় এ বার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ছয় অ-বিজেপি রাজ্যের সরকার। ডাক্তারি (নিট) ও আইআইটি প্রবেশিকা (জেইই) পরীক্ষার রায় পুনর্বিবেচনা করে দেখতে শীর্ষ আদালতে আবেদন জানাল তারা।
পশ্চিমবঙ্গ, পঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ড, শুক্রবার শীর্ষ আদালতে যৌথ আবেদন জমা দিয়েছে এই ছয় রাজ্য। প্রত্যেক রাজ্য থেকে এক জন করে মন্ত্রী সেখানে প্রতিনিধিত্ব করছেন। বাংলার হয়ে আদালতে প্রতিনিধিত্ব করছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।
আদালতে তাঁরা জানিয়েছেন, বর্তমানে যা পরিস্থিতি, তাতে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য যানবাহন এবং প্রয়োজনীয় সামগ্রীর বন্দোবস্ত করা প্রায় অসম্ভব। তাই যে সমস্ত পড়ুয়া নিট এবং জেইই পরীক্ষায় বসতে আগ্রহী, তাঁদের নিরাপত্তা এবং জীবনের অধিকার সুনিশ্চিত করতে আপাতত পরীক্ষা স্থগিত রাখা উচিত।
আরও পড়ুন: ৩০ সেপ্টেম্বরের মধ্যেই নিতে হবে ফাইনাল পরীক্ষা, নির্দেশ সুপ্রিম কোর্টের
এর পাশাপাশি, এ দিন দিল্লির শাস্ত্রী ভবন-সহ একাধিক এলাকায় নিট এবং জেইই-র বিরুদ্ধে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতারা। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অনিল কুমার-সহ বেস কয়েক জন কংগ্রেস নেতাকে আটক করে পুলিশ।