Advertisement
E-Paper

অখিলেশের জোটের ইচ্ছে উড়িয়ে একতরফা প্রার্থী ঘোষণা মুলায়মের

দলের জন্মদিন পালনের অনুষ্ঠানে যতই কোন্দল ঢাকা-চাপা দেওয়ার চেষ্টা হোক, সমাজবাদী পার্টির প্রার্থীতালিকা ঘোষণা নিয়ে তা আবার সামনে চলে এল। ফের প্রকাশ্যে এল দলের সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবের ‘ঘরের লড়াই’! পুত্র অখিলেশ সিংহ যাদব বনাম ভাই শিবপাল যাদবের ‘ডুয়েল’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ১৭:২৪
মুলায়ম সিংহ যাদব (বাঁ দিকে) ও অখিলেশ সিংহ যাদব।

মুলায়ম সিংহ যাদব (বাঁ দিকে) ও অখিলেশ সিংহ যাদব।

দলের জন্মদিন পালনের অনুষ্ঠানে যতই কোন্দল ঢাকা-চাপা দেওয়ার চেষ্টা হোক, সমাজবাদী পার্টির প্রার্থীতালিকা ঘোষণা নিয়ে তা আবার সামনে চলে এল। ফের প্রকাশ্যে এল দলের সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবের ‘ঘরের লড়াই’! পুত্র অখিলেশ সিংহ যাদব বনাম ভাই শিবপাল যাদবের ‘ডুয়েল’। শুধু তাই নয়, অখিলেশ যা চেয়েছিলেন, ‘জোটে গিয়ে ভোট’, তা যে তাঁর একেবারেই পছন্দ নয়, সেটাও বুঝিয়ে দিলেন মুলায়ম সিংহ যাদব। জানালেন, ভোটে সমাজবাদী পার্টি একাই লড়বে। কারও সঙ্গে (মূলত কংগ্রেসের সঙ্গে) জোট বাঁধবে না। তাঁর পুত্র মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব কিন্তু বার বার জোট বেঁধে লড়ার কথাই বলে চলেছেন।

৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য মুলায়ম বুধবার লখনউয়ে দলের ৩২৫ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছেন। আর এই ভাবেই বুঝিয়ে দিয়েছেন, রাজ্যে আসন্ন ভোটে অন্য কোনও দলের সঙ্গে জোট বাঁধার কোনও ইচ্ছে নেই তাঁর দলের। এ দিন মুলায়মের ঘোষিত প্রার্থীদের মধ্যে তাঁর ভাই শিবপাল যাদবের নাম থাকলেও, পুত্র, মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবের নাম নেই। যদিও মুলায়ম উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য নন। তিনি বিধান পরিষদের সদস্য। মুলায়মের ঘোষিত প্রার্থীদের মধ্যে ১৭৬ জনই সমাজবাদী পার্টির বর্তমান বিধায়ক। মুলায়ম বলেছেন, আলাপ-আলোচনার পর বাকি ৭৮ জন প্রার্থীর নামও ঘোষণা করা হবে খুব শিগগিরই। ও দিকে, মুলায়ম-পুত্র মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবও তাঁর পছন্দের ৪০৩ জন প্রার্থীর নামধাম পাঠিয়ে দিয়েছেন তাঁর বাবার কাছে। অখিলেশের ঘনিষ্ঠ সূত্রের খবর, সেই তালিকা মুলায়মের পছন্দ না হলে, একতরফা ভাবে অখিলেশও সমাজবাদী পার্টির ৪০৩ জন প্রার্থীর নামের তালিকা শিগগিরই ঘোষণা করে দিতে পারেন।

আরও পড়ুন- ঠিক কতটা কালো টাকা উদ্ধার হল? ৪৮তম দিনে রাহুলের পাঁচ প্রশ্ন মোদীকে

পয়লা দফায় এ দিন সমাজবাদী পার্টির যে ৩২৫ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করেছেন দলের সুপ্রিমো মুলায়ম (যা আদতে তাঁর ভাই শিবপালেরই বেছে নেওয়া), তার মধ্যে অন্তত ১৭৫ জন প্রার্থীর নাম নিয়ে তীব্র আপত্তি রয়েছে অখিলেশের। তিনি তাঁর সেই আপত্তির কথা ইতিমধ্যেই জানিয়েছেন তাঁর বাবা মুলায়মকে।পাঠিয়ে দিয়েছেন তাঁর পছন্দের ৪০৩ জন প্রার্থীর নামের তালিকাও। মুলায়মের ঘোষিত প্রার্থীদের মধ্যে যাঁরা অখিলেশের অপছন্দের তালিকায় রয়েছেন, তাঁদের অন্যতম মুলায়মের ভাই শিবপাল যাদব।এ দিন যাঁর নাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘোষণা করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। শিবপালকে প্রার্থী করা হয়েছে যশবন্ত নগর কেন্দ্রে। ওই কেন্দ্রে তাঁর পছন্দের প্রার্থীর নাম ইতিমধ্যেই মুলায়মকে পাঠিয়ে রেখেছেন তাঁর পুত্র অখিলেশ।

আগামী বছরের বিধানসভা ভোটের জন্য দলের পয়লা দফার প্রার্থীতালিকা ঘোষণা করতে গিয়ে মুলায়ম জানিয়েছেন, এই ভোটে অন্য কোনও দলের সঙ্গেই জোটে যাবে না সমাজবাদী পার্টি। নির্বাচনে দল একাই লড়বে এবং জিতবে। মুলায়ম এ দিন এও মনে করিয়ে দেন, ‘‘যে দল উত্তরপ্রদেশে জেতে, দিল্লির কুর্সিটা যায় সেই দলেরই হাতে।’’

মুলায়ম জানান, এ বার দলের প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে সার্বিক ভাবে স্বচ্ছতাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তাই ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে সমাজবাদী পার্টির প্রার্থী হওয়ার জন্য এ বার আবেদন জমা পড়েছিল ৪ হাজার ২০০ জনের।

SP Announces first list Mulayam Singh Yadav UP Assembly Election, 2017
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy