Advertisement
১০ জুন ২০২৪

বিশেষ ট্রেন পাহাড় লাইনে

গুয়াহাটি-মাহুরের মধ্যে আজ থেকে একটি বিশেষ যাত্রী ট্রেন চলাচল শুরু করেছে। মাইগ্রেনডিসাকে বাদ দিয়ে গুয়াহাটি-মাহুর ও শিলচর-নিউ হাফলঙের মধ্যে দু’দিক থেকে দু’টি বিশেষ যাত্রী ট্রেন আগামী ১৭ জুলাই পর্যন্ত চলাচল করবে।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৬ ০৩:০০
Share: Save:

গুয়াহাটি-মাহুরের মধ্যে আজ থেকে একটি বিশেষ যাত্রী ট্রেন চলাচল শুরু করেছে। মাইগ্রেনডিসাকে বাদ দিয়ে গুয়াহাটি-মাহুর ও শিলচর-নিউ হাফলঙের মধ্যে দু’দিক থেকে দু’টি বিশেষ যাত্রী ট্রেন আগামী ১৭ জুলাই পর্যন্ত চলাচল করবে। মাঝখানের মাহুর-নিউহাফলং গাড়িতে যাতায়াত করতে হবে রেল যাত্রীদের। গুয়াহাটি থেকে তিনটি স্লিপার ক্লাস, পাঁচটি সাধারণ শ্রেণি, দু’টি এসএলআর কামরা-সহ মোট ১০টি কামরা নিয়ে গুয়াহাটি থেকে মাহুর ও শিলচর থেকে ৪টি সাধারন শ্রেণি ও ১টি এসএলআর কামরা-সহ মোট ৫টি কামরা নিয়ে রবিবার ছাড়া সপ্তাহে ছ’দিন ওই দুটি বিশেষ ট্রেন চলাচল করবে।

এ দিকে, লামডিং-শিলচর ব্রডগেজ লাইনের ধস বিধ্বস্ত মাইগ্রেনডিসাতে ‘৯২ কিলোমিটার’ অংশে আজ থেকে পুরনো অ্যালাইনমেন্ট বদল করে, আগের জায়গা থেকে ২ মিটার সরিয়ে ৩০০ মিটার নতুন লাইন পাতার কাজ শুরু হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের চিফ ইঞ্জিনিয়ার রাজেন্দ্র প্রসাদ জিঞ্জার জানান, আজ থেকে মাইগ্রেনডিসার নতুন অ্যালাইনমেন্টে পাহাড় কেটে মাটি-বালি-পাথর ফেলে লাইন পাতা হচ্ছে। তবে আজ দুপুরের বৃষ্টিতে কাজ করতে কিছুটা সমস্যা হয়েছে। বৃষ্টি না হলে আগামী দু’-তিনদিনের মধ্যে নতুন লাইন বসিয়ে ব্যালাস্ট ট্রেন ১০ জুলাইয়ের মধ্যে চালানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE