E-Paper

প্রিয়ঙ্কার জন্মদিন পালনের ঘটায় উত্তরপ্রদেশে চর্চা

সোমবার প্রিয়ঙ্কা গান্ধী বঢরার জন্মদিন। চুয়ান্নয় পা দেবেন তিনি। প্রিয়ঙ্কার জন্মদিনে উত্তরপ্রদেশের ২০টি জেলা ও শহরের কংগ্রেস কমিটির সভাপতিদের কাছে নির্দেশ গিয়েছে, এই সব জেলায় কংগ্রেস দফতরে দলের আগামী ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করে সাংবাদিক সম্মেলন করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৯:৩৬
প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। —ফাইল চিত্র।

সনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর জন্মদিনে কখনও কংগ্রেস গোটা দেশ জুড়ে সাংবাদিক সম্মেলন করেনি। কখনও সনিয়া-রাহুলের জন্মদিনে কোনও রাজ্যে জেলায় জেলায় কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে ভবিষ্যতের কর্মসূচি ঘোষণা করেনি।

সোমবার প্রিয়ঙ্কা গান্ধী বঢরার জন্মদিন। চুয়ান্নয় পা দেবেন তিনি। প্রিয়ঙ্কার জন্মদিনে উত্তরপ্রদেশের ২০টি জেলা ও শহরের কংগ্রেস কমিটির সভাপতিদের কাছে নির্দেশ গিয়েছে, এই সব জেলায় কংগ্রেস দফতরে দলের আগামী ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করে সাংবাদিক সম্মেলন করা হবে। উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই এই ২০টি জেলা ও শহরে কারা সাংবাদিক সম্মেলন করবেন, তার তালিকাও পাঠিয়ে দিয়েছেন।

প্রিয়ঙ্কা গান্ধী এখন এআইসিসি-র সাধারণ সম্পাদক। এআইসিসি-র সাধারণ সম্পাদক হওয়ার পরে তিনি প্রথমে উত্তরপ্রদেশের একাংশ, তার পরে গোটা উত্তরপ্রদেশের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু এখন প্রিয়ঙ্কা কোনও রাজ্যের দায়িত্বে নেই। সম্প্রতি তাঁকে অসমের বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী বাছাই কমিটিতে আনা হয়েছে। আচমকা কেরলের সাংসদ প্রিয়ঙ্কার জন্মদিনে উত্তরপ্রদেশের কংগ্রেস যে ভাবে সক্রিয় হয়ে উঠেছে, তাতে প্রশ্ন উঠেছে—২০২৭-এ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কি প্রিয়ঙ্কাকে মুখ করে মাঠে নামবে কংগ্রেস? কংগ্রেস সূত্রের বক্তব্য, প্রিয়ঙ্কার জন্মদিনে উত্তরপ্রদেশে আগামী ১০০ দিনের কংগ্রেসের কর্মসূচির ঘোষণা করার সিদ্ধান্ত রাজ্য নেতৃত্ব নিয়েছেন, এমন নয়। এআইসিসি-তে বর্তমানে উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডের নির্দেশেই এই ভাবে প্রিয়ঙ্কার জন্মদিন পালনের সিদ্ধান্ত হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই তাঁর নির্দেশিকায় সে কথা জানিয়ে দিয়েছেন। কংগ্রেসের ২০টি দফতরে ১০০ দিনের কর্মসূচির সঙ্গে প্রিয়ঙ্কার জন্মদিন পালন করা হবে বলেও জানানো হয়েছে। সূত্রের খবর, প্রিয়ঙ্কার জন্মদিন থেকে কংগ্রেস ‘পরিবর্তন প্রতিজ্ঞা কর্মসূচি’ শুরু করবে। মূলত অনগ্রসর শ্রেণি ও সামাজিক ন্যায়ের মন্ত্রে রাজ্য জুড়ে সংবিধানকে সামনে রেখে জনসভা হবে। আগামী বছর ১২ জানুয়ারি বিরাট মাপের জনসভা করারও পরিকল্পনা হচ্ছে। গোটা কর্মসূচির মূল লক্ষ্য হল, ২০২৭-এ উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে কংগ্রেসের সংগঠনকে মজবুত করা।

কংগ্রেস যে ভাবে অনগ্রসর শ্রেণি বা ওবিসি ভোটকে পাখির চোখ করতে চাইছে, তাতে প্রশ্ন উঠেছে, প্রিয়ঙ্কাকে সামনে রেখে কংগ্রেস কি ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টির ভোটে ভাগ বসাতে চাইছে? কংগ্রেস নেতৃত্ব অবশ্য এখনই সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা নিয়ে মুখ খুলতে রাজি নন। ২০২২-এ উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে কংগ্রেস একাই লড়েছিল। ৪০৩ আসনের বিধানসভায় কংগ্রেস মাত্র ২টি আসন জিতেছিল। ঝুলিতে ছিল মাত্র ২.৩৮ শতাংশ ভোট। প্রিয়ঙ্কার সে বার ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। ২০২৪-এর লোকসভায় কংগ্রেস সপা-র সঙ্গে জোট করে ভোটে লড়ে। সপা-র নেতৃত্বে ইন্ডিয়া জোট উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৪৩টি কেন্দ্রে জিতেছিল। কংগ্রেস অমেঠি পুনরুদ্ধার করে মোট ৬টি আসন পেয়েছিল। ভোটের হারও বেড়ে ৯.৪৬ শতাংশ হয়।

কংগ্রেস নেতারা মনে করিয়ে দিচ্ছেন, প্রিয়ঙ্কা আনুষ্ঠানিক ভাবে উত্তরপ্রদেশের দায়িত্বে না থাকলেও সম্প্রতি রামলীলা ময়দানে ভোট চুরি নিয়ে কংগ্রেসের জনসভার প্রস্তুতিতে তিনি উত্তরপ্রদেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। প্রিয়ঙ্কার জন্মদিনে উত্তরপ্রদেশের পর্যবেক্ষক হিসেবে তাঁর কাজ নিয়ে একটি ছবির প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Priyanka Gandhi Vadra Congress Uttar Pradesh

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy