গতকাল প্রধানমন্ত্রী ও তার কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ দেখা করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। আজ সকালে সংসদে এসেই অমিত শাহ বৈঠকে বসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, গোয়েন্দা প্রধান তপন ডেকা, স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের সঙ্গে। স্বভাবতই এর পরে সংসদের অলিন্দে গুঞ্জন, আগামিকাল ৫ অগস্ট কি তা হলে ফের কোনও বড় সিদ্ধান্তের সাক্ষী থাকতে চলেছে দেশ?
২০১৯ সালে ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নরেন্দ্র মোদী সরকার। পরের বছর ওই দিনেই রামমন্দিরের ভূমি পুজো করেন মোদী। এখন জল্পনা, আমেরিকার শুল্ক চাপ, ভারত-পাকিস্তান সংঘাত থামানো নিয়ে ট্রাম্পের কৃতিত্বের দাবি ঘিরে বিতর্ক, বিহারে ভোটার তালিকা নিয়ে বিরোধীদের আক্রমণ— এ সব থেকে নজর ঘোরাতেই কি কাল কোনও বড় ঘোষণা হবে?
জল্পনার কেন্দ্রে ছিল জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয়টি। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটে জেতার পর থেকেই বিজেপির কাছাকাছি আসার বার্তা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। আজ সন্ধ্যায় কিন্তু ওমর সমাজমাধ্যমে জানান, ‘‘কাল খারাপ কিছু হবে না বলে যেমন আশা করছি, তেমনই দুর্ভাগ্যজনক ভাবে ভাল কিছু হবে বলেও মনে হচ্ছে না। তবে কাল না হলেও আশা করছি, বাদল অধিবেশনেই জম্মু-কাশ্মীরের মানুষ ভাল কিছু খবর পাবেন।’’
আজ সকালের সুরক্ষা বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্র সূত্রের বক্তব্য, কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকেই ৫ অগস্টে জঙ্গি হানার আশঙ্কা থাকে। মণিপুরের পরিস্থিতি নিয়েও আজ আলোচনা হয়েছে।
এর মধ্যে কাল সকালে এনডিএ সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিজেপি। বক্তব্য রাখার কথা মোদীর। সূত্রের মতে, বৈঠকে অপারেশন সিঁদুর, বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রয়োজনীয়তা, উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা হতে পারে। এনডিএ-র পক্ষ থেকে অপারেশন সিঁদুরের জন্য প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার কথা ভাবা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)