Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Sri Lanka

শ্রীলঙ্কার বন্দর তৈরির বরাত এ বার ভারতের হাতে, কাজ করবে আদানি

সে দেশের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর কেহেলিয়া রাম্বুকেওয়েলা এই তথ্যে সিলমোহর দিয়েছেন।

ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ১৯:৩১
Share: Save:

শ্রীলঙ্কার পশ্চিম উপকূলীয় কলম্বো বন্দর তৈরির বরাত পাচ্ছে ভারত ও জাপান। কয়েকদিন আগেই শ্রীলঙ্কায় বন্দর নির্মাণের কাজে ভারতীয় পুঁজির বিনিয়োগ নিয়ে বিস্তর গোলমাল শুরু হয়। বিদেশী বিনিয়োগের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। ফলে পূর্ব উপকূলীয় বন্দর নির্মাণে ভারতের বিনিয়োগ আটকে যায়।

সেই অবস্থান থেকে একেবারে উল্টো অবস্থান নিয়ে পশ্চিম উপকূলীয় বন্দর তৈরির বরাত ভারত ও জাপানের হাতে দিতে চলেছে শ্রীলঙ্কা। সে দেশের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর কেহেলিয়া রাম্বুকেওয়েলা এই তথ্যে সিলমোহর দিয়েছেন। ভারতের পক্ষ থেকে আদানি পোর্টকে এই কাজের জন্য বরাত দেওয়া হতে পারে, আগে পূর্ব উপকূলীয় বন্দরের ক্ষেত্রেও আদানিকেই নির্বাচন করেছিল কেন্দ্র। এ বারেও সেই সংস্থাই কাজ করবে বলে জানা যাচ্ছে। তবে জাপানের সংস্থাটির নাম এখনও পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adani Group Sri Lanka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE