টিউশন নিতে গিয়ে শিক্ষকের দ্বারা ধর্ষিত হয়েছে বলে অভিযোগ ছাত্রীর। নির্যাতিতার বয়স ১৫ বছর। দিল্লির ঘটনা। ওই কিশোরীর অভিযোগ, গত তিন বছরে একাধিক বার ধর্ষণ করা হয়েছে তাকে। বিষয়টি গোপন রাখার জন্য ভয়ও দেখানো হয়। নির্যাতিতা এবং তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পশ্চিমবঙ্গের বাসিন্দা।
থানায় অভিযোগ জানিয়ে নির্যাতিতা জানিয়েছে, সে দক্ষিণ দিল্লির চিত্তরঞ্জন পার্কের বাসিন্দা। ২০২২ সাল থেকে অভিযুক্ত শিক্ষকের কাছে টিউশন নিতে যায়। তার অভিযোগ, গত এই তিন বছরে তাকে একাধিক বার ধর্ষণ করেছেন শিক্ষক। কাউকে যাতে না বলে, সে জন্য হুমকিও দিয়েছেন অভিযুক্ত। অভিযোগ পেয়ে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন:
ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) অঙ্কিত চৌহান জানিয়েছেন, নির্যাতিতা অভিযোগ করেছে, গত তিন বছরে বেশ কয়েক বার তাকে ধর্ষণ করেছেন শিক্ষক। মানসিক নির্যাতনও করেছেন অভিযুক্ত। পুলিশ এই অভিযোগের তদন্ত শুরু করেছে। গ্রেফতার হয়েছেন শিক্ষক।