Advertisement
২৬ এপ্রিল ২০২৪

স্কুলে মারপিটে জখম ছাত্র

স্কুলে কয়েক জন সহপাঠীর মধ্যে মারপিট শুরু হয়েছিল। তা আটকাতে গিয়ে মাথা ফাটলো পঞ্চম শ্রেণির এক ছাত্রের। গলগলিয়ে রক্ত বেরতে থাকে। লাল হয়ে যায় তার ইউনিফর্মও। অভিযোগ, ঘটনার কথা যাতে বাইরে না ছড়ায়, সে জন্য জখম ওই ছাত্রের পোশাক ধুয়ে তাকে বাড়ি ফেরত পাঠিয়ে দেন শিক্ষকরা।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০৪:০২
Share: Save:

স্কুলে কয়েক জন সহপাঠীর মধ্যে মারপিট শুরু হয়েছিল। তা আটকাতে গিয়ে মাথা ফাটলো পঞ্চম শ্রেণির এক ছাত্রের। গলগলিয়ে রক্ত বেরতে থাকে। লাল হয়ে যায় তার ইউনিফর্মও। অভিযোগ, ঘটনার কথা যাতে বাইরে না ছড়ায়, সে জন্য জখম ওই ছাত্রের পোশাক ধুয়ে তাকে বাড়ি ফেরত পাঠিয়ে দেন শিক্ষকরা। এমনকী তাকে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়নি। সে বাড়ি ফেরার পর সব কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন ওই স্কুলপড়ুয়ার অভিভাবকরা। আজ সন্ধে পর্যন্ত কোথাও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। স্কুল কর্তৃপক্ষও কিছু বলতে চাননি।

এ দিন ঘটনাটি ঘটে করিমগঞ্জ শহরের ৮৫১ নম্বর অভয়া বিদ্যাপীঠ স্কুলে। স্কুল সূত্রে খবর, বন্ধুদের মধ্যে মারপিট থামাতে গিয়েছিল পঞ্চম শ্রেণির ছাত্র বুড়ু দাস। ধাক্কাধাক্কিতে সে মাটিতে ছিটকে পড়ে যায়। শক্ত কিছুর আঘাতে তখনই তার মাথা ফাটে। বাড়ি ফেরার পর অভিভাবকরাই তাকে হাসপাতালে নিয়ে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karimganj Student school
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE