ত্রিপুরা বিজেপির ‘সংস্কারপন্থী’ কয়েক জন নেতাকে নিয়ে আজ বৈঠক করলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ। জানালেন, যে দলে আছেন সেই দলকেই আরও শক্তিশালী করতে চান। বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের দাবি, এ দিনের বৈঠক সম্পর্কে তাঁর কিছু জানা নেই।
আগরতলার মহারানি তুলসীবতী স্কুলে এই বৈঠকে সুদীপ ছাড়াও হাজির ছিলেন আরও চার বিধায়ক এবং ৬০টি বিধানসভা কেন্দ্রের বেশ কয়েক জন স্থানীয় নেতা।
সম্প্রতি ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের কাজকর্মের বারবার সমালোচনা করেছেন সুদীপ। এক সময়ে ত্রিপুরায় তৃণমূলের শাখা তৈরি করেছিলেন তিনি। ত্রিপুরায় তৃণমূলের সাম্প্রতিক সক্রিয়তার মধ্যে প্রশ্ন উঠেছে সুদীপ কি বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দিতে চান?