Advertisement
E-Paper

দাঙ্গায় ক্ষতিপূরণ: গুজরাত হাইকোর্টের রায়ে শীর্ষ আদালতের স্থগিতাদেশ

২০০২ সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মসজিদ, দরগা ও কবরস্থানগুলি সারিয়ে দেওয়া ও পুনর্নির্মাণের জন্য গুজরাত সরকারকে ৪ বছর আগে যে নির্দেশ দিয়েছিল গুজরাত হাইকোর্ট, মঙ্গলবার তার ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ১৬:২৭
সুপ্রিম কোর্ট। -ফাইল চিত্র।

সুপ্রিম কোর্ট। -ফাইল চিত্র।

অস্বস্তির বোঝা কিছুটা কমল গুজরাত সরকারের.।

২০০২ সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মসজিদ, দরগা ও কবরস্থানগুলি সারিয়ে দেওয়া ও পুনর্নির্মাণের জন্য গুজরাত সরকারকে ৪ বছর আগে যে নির্দেশ দিয়েছিল গুজরাত হাইকোর্ট, মঙ্গলবার তার ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।
তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন গুজরা্ত সরকারকে ২০১৩ সালের রায়ে গুজরাত হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ২০০২ সালের দাঙ্গায় যে ৫০০টি মসজিদ, দরগা ও কবরস্থানের ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলিকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিগ্রস্ত মসজিদ ও ধর্মস্থানগুলির মেরামত ও পুনর্নির্মাণের যাবতীয় খরচও দিতে হবে গুজরাত সরকারকে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গুজরাত সরকার।

আরও পড়ুন- খাচ্ছেন না, কথাও বলছেন, জেলে কেবলই কেঁদে চলেছেন রাম রহিম

আরও পড়ুন- কোথায় আছেন রাম রহিমের স্ত্রী হরজিৎ?

মঙ্গলবার প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি পি সি পন্থকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চ ৪ বছর আগে গুজরাত হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছে।

Supreme Court Gujarat High Court Justice Dipak Misra বিচারপতি দীপক মিশ্র সুপ্রিম কোর্ট গুজরাত হাইকোর্ট
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy