ইডি-র গ্রেফতারির কায়দা নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ছত্তীসগঢ়ে মদ কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলায় প্রাক্তন আইএএস অনিল টুটেজার গ্রেফতারির কায়দা ‘অত্যন্ত অস্বস্তিকর’ বলে মন্তব্য করেছে বিচারপতি অভয় এস ওক ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, টুটেজাকে ছত্তীসগঢ়ের দুর্নীতি-দমন শাখা (এসিবি)-র দফতর থেকে হেফাজতে নেয় ইডি। পরে সারা রাত জেরার পরে তাঁকে ভোর ৪টের সময়ে গ্রেফতার করা হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়।
বিচারপতিদের বক্তব্য, ‘‘এ ক্ষেত্রে অত্যন্ত অস্বস্তিকর একটি বিষয়ের উল্লেখ করা প্রয়োজন। ২০২৪ সালের ২০ এপ্রিল বিকেল সাড়ে ৪টে নাগাদ রায়পুরে দুর্নীতি-দমন শাখার দফতরে বসেছিলেন টুটেজা। তার মধ্যেই ইডি তাঁকে একটি সমন পাঠায়। পরে ফের একটি সমন পাঠিয়ে তাঁকে সাড়ে ৫টার সময়ে ইডি-র সামনে হাজির হতে বলা হয়। এর পরে তাঁকে ইডি দফতরে নিয়ে যাওয়া হয়। সারা রাত জেরার পরে নথিতে দেখানো হয় তাঁকে ভোর ৪টের সময়ে গ্রেফতারকরা হয়েছে।’’ আগেই টুটেজাকে গ্রেফতারির কায়দা নিয়ে ইডি-র সমালোচনা করেছিল শীর্ষ কোর্ট। অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, এমন কায়দা যাতে ভবিষ্যতে প্রয়োগ না করা হয় সে জন্য পদক্ষেপ করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)