Advertisement
১৯ মে ২০২৪

রঙ্গশালা নাকি! ধমক কোর্টের

পরিবেশ দূষণ এবং স্কুলের মিড ডে মিল নিয়ে জনস্বার্থ মামলায় বিভিন্ন রাজ্য সরকারকে কড়া ধমক দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি জে এস খেহর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ বলে, ‘‘এটা সুপ্রিম কোর্ট নাকি রঙ্গশালা!’’

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০৩:১১
Share: Save:

পরিবেশ দূষণ এবং স্কুলের মিড ডে মিল নিয়ে জনস্বার্থ মামলায় বিভিন্ন রাজ্য সরকারকে কড়া ধমক দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি জে এস খেহর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ বলে, ‘‘এটা সুপ্রিম কোর্ট নাকি রঙ্গশালা!’’

এ দিন দু’টি জনস্বার্থ মামলায় শুনানি ছিল সুপ্রিম কোর্টে। গুজরাতের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ২০১২ সালে শিল্প থেকে দূষণ নিয়ে জনস্বার্থ মামলা করেছিল। অন্য জনস্বার্থ মামলাটি ২০১৩ সালে অন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থা করেছিল স্কুলের মিড-ডে মিলের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে। বিহারের একটি প্রাথমিক স্কুলে নোংরা খাবার খেয়ে ২৩ জনের মৃত্যু হয়েছিল। এমন ঘটনা আটকানোর জন্য নির্দেশাবলিরও আবেদন জানানো হয়েছিল। কিন্তু এ দিন পরিবেশ দূষণ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে দেখা যায় বহু রাজ্য বারবার বলা সত্ত্বেও হলফনামা দাখিল করেনি। এর পর মিড-ডে মিল সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানান। কারণ ‘অ্যাডভোকেট-অন-রেকর্ড’ দিল্লির বাইরে আছেন। ২০ জানুয়ারির আগে তাঁকে পাওয়া যাবে না।

এর পরেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট বলে, ‘‘কেন আপনারা সুপ্রিম কোর্টের সঙ্গে এই ভাবে কৌতুক করছেন? আপনারা তখনই কোনও বিষয়কে গুরুত্ব দেন, যখন আমরা আপনাদের মুখ্যসচিবদের ডেকে পাঠাই।’’ দূষণ সংক্রান্ত জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের আরও বক্তব্য, ‘‘আপনারা কি ভাবছেন, এখানে কোনও খেলা চলছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি হলফনামা দাখিল করতে না চান, তা হলে বলে দিন। আপনাদের বক্তব্য রের্কড করে রাখব।’’ বিচারপতিরা তামিলনাড়ু, হরিয়ানা, কেরল, কর্নাটক, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং অন্ধ্রের কৌঁসুলিদের কাছ থেকে জানতে চান, কেন এখনও পর্যন্ত পাল্টা হলফনামা দাখিল করা হয়নি। শীর্ষ আদালতে প্রথম বার হাজির রাজ্যগুলিতে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মিড-ডে মিল সংক্রান্ত জনস্বার্থ মামলাতেও এর আগে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যকে নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mid-day meal Pollution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE