আদালত টাকা আদায়ের এজেন্ট হিসাবে কাজ করতে পারে না এবং এই জাতীয় ক্ষেত্রে দেওয়ানি মামলাকে ফৌজদারি মামলায় রূপান্তরিত করার বিপজ্জনক প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চের পর্যবেক্ষণ, সাম্প্রতিক কালে প্রায়ই দেখা যাচ্ছে টাকা উদ্ধারের জন্য ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে, যদিও মূল বিরোধটি সম্পূর্ণত দেওয়ানি। এই সব মামলায় হুটহাট গ্রেফতারির ব্যাপারে পুলিশের অনেক সতর্ক হওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেছে শীর্ষ আদালত।
উত্তরপ্রদেশে উদ্ভূত একটি ফৌজদারি মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট এই কথাগুলি বলেছে। সেখানে টাকা উদ্ধার নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়েছিল। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল কেএম নটরাজও এই ধরনের অভিযোগের সংখ্যা বৃদ্ধির দিকে ইঙ্গিত করে বলেন, এই ধরনের মামলায় পুলিশও মাঝপথে আটকে যায়। মামলা রুজু না করলেও বিপত্তি, আবার রুজু করলে তার আইনি প্রক্রিয়া অনুসরণ করার বাধ্যবাধকতা তাদের উপরে এসে পড়ে।
বিচারপতি সূর্য কান্ত বলেন, তিনি পুলিশের দুর্দশা বুঝতে পারছেন। তাঁর পরামর্শ, এ সব ক্ষেত্রে কোনও ব্যক্তিকে গ্রেফতারের আগে পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে হবে। শীর্ষ আদালতের পরামর্শ, রাজ্যগুলি প্রতিটি জেলার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে পারে। কোনও অবসরপ্রাপ্ত জেলা বিচারক এই দায়িত্বে থাকতে পারেন। তাঁর সঙ্গে পুলিশ পরামর্শ করে জেনে নিতে পারে যে, এটি দেওয়ানি না ফৌজদারি অপরাধ।
বিচারপতি সূর্য কান্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘‘আদালত বকেয়া অর্থ আদায়ের এজেন্ট নয়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)