Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রকল্পে জট, মমতার কাছে আসছেন প্রভু

রেল মন্ত্রকে তাঁর অন্যতম পূর্বসূরি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই বাংলাতেই বেশ কয়েকটি রেল প্রকল্প বকেয়া পড়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ০৩:৩৯
Share: Save:

রেল মন্ত্রকে তাঁর অন্যতম পূর্বসূরি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই বাংলাতেই বেশ কয়েকটি রেল প্রকল্প বকেয়া পড়ে গিয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে খোদ রেলমন্ত্রী সুরেশ প্রভু কলকাতায় আসছেন। মূলত রাজ্যের বকেয়া রেল প্রকল্পগুলির হালহকিকত পর্যালোচনা করাই তাঁর লক্ষ্য। সব কিছু ঠিকঠাক থাকলে পরশু, বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে প্রভু ও মমতার বৈঠক হবে।

রেলমন্ত্রীর সঙ্গে রেল বোর্ডের বেশ কয়েক জন শীর্ষ আধিকারিকও থাকবেন। মুখ্যমন্ত্রীও বেশ কয়েকটি দফতরের সচিবদের বৈঠকে থাকতে বলেছেন। রেলের স্থায়ী কমিটির চেয়ারম্যান দীনেশ ত্রিবেদীকেও আলোচনায় যোগ দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। সোমবার তিনি বলেন, ‘‘আমি রেলমন্ত্রী থাকার সময়েই বাংলার জন্য অজস্র প্রকল্প অনুমোদন করে এসেছিলাম। তার মধ্যে কলকাতার জন্য এক গুচ্ছ মেট্রোও ছিল। কিন্তু সে-সব প্রকল্পের কাজ খুব ধীর গতিতে চলছে। রেলমন্ত্রীর সঙ্গে সেই সব বিষয়েই আলোচনা হবে।’’

নবান্ন সূত্রের খবর, জমি-জটে রেলের বেশ কিছু প্রকল্প শেষ হয়েও হচ্ছে না। অনেক প্রকল্পের কাজ শুরুই করা যায়নি। বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে রাজ্য সরকার তাদের প্রদেয় অর্থ বরাদ্দ করেনি। ফলে ঠিকাদার সংস্থা কাজ করতে গড়িমসি করছে। এ ছাড়া দুই তরফেই প্রশাসনিক গড়িমসি রয়েছে। এই সব কারণেই প্রভু রেলমন্ত্রী হওয়ার পরে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সব বকেয়া প্রকল্পের সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে গোটা তিনেক চিঠিও লেখেন তিনি।

এর আগেও এক বার মমতা ও প্রভুর বৈঠকে বসার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তখন বাংলাদেশে থাকায় সেই আলোচনা হয়নি। তাই এ বার মুখ্যমন্ত্রীও আলোচনায় বসতে চাইছেন বলে নবান্ন সূত্রের খবর। তাঁর দফতর সূত্রে জানা গিয়েছে, এনডিএ জমানায় মন্ত্রী থাকাকালীন মমতার সঙ্গে প্রভুর ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল ছিল। সেই সুসম্পর্ক কাজে লাগিয়ে বাংলার বকেয়া রেল প্রকল্পগুলি যাতে দ্রুত শেষ করা যায়, তার চেষ্টা চালাবে রাজ্য সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE