ইউরোপ সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে প্রশ্ন তুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। আর তার পরেই ডিএমকে নেতাকে পাল্টা নিশানা করল বিজেপি।
স্ট্যালিন বুধবার অভিযোগ করেন, ইউক্রেন যুদ্ধের আবহে মোদী তাঁর ঘনিষ্ঠ শিল্পপতিদের সুবিধা পাইয়ে দিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে কম দামে তেল কিনেছেন ভ্লাদিমির পুতিনের দেশ থেকে। যার পরিণতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন। এর ফলে বহু ভারতীয় পণ্যের রফতানিতে সঙ্কট তৈরি হয়েছে। যার মধ্যে অন্যতম, তামিলনাড়ুর তিরুপুরের হোসিয়ারি শিল্প। সেখানে ইতিমধ্যেই ৩০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ডিএমকে নেতা স্ট্যালিনের মন্তব্য, ‘‘ট্রাম্পের শুল্কের চাপে তিরুপুরের হোসিয়ারি শিল্প আজ বিপর্যস্ত।’’
আরও পড়ুন:
স্ট্যালিন এক্স পোস্টে লিখেছেন, ‘‘গুজরাটের সংস্থাগুলির জন্য ছাড়ে অপরিশোধিত তেলের ব্যবস্থা হচ্ছে, তখন আমাদের রফতারিকারকরা কষ্ট পেলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্ট্যালিনের ওই মন্তব্যের পরেই সরব হয়েছে বিজেপি। মোদীর দলের দাবি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মন্তব্য ‘অপরিপক্ক’।