Advertisement
E-Paper

তামিলনাড়ু এখনও অশান্ত, আত্মহত্যার চেষ্টা যুবকের

কাবেরীর জল বণ্টন নিয়ে আন্দোলনের জেরে হিংসার পরে ধীরে ধীরে ছন্দে ফিরছে কর্নাটক। কিন্তু তামিলনাড়ু শান্ত হয়নি। চেন্নাইয়ে এগমোরে আজ জলবণ্টন নিয়ে আত্মাহুতির চেষ্টা করেন ভিগনেশ নামে এক যুবক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৪
চেন্নাইয়ের এগমোরে বৃহস্পতিবার গায়ে আগুন লাগালেন এক যুবক। ছবি: পিটিআই।

চেন্নাইয়ের এগমোরে বৃহস্পতিবার গায়ে আগুন লাগালেন এক যুবক। ছবি: পিটিআই।

কাবেরীর জল বণ্টন নিয়ে আন্দোলনের জেরে হিংসার পরে ধীরে ধীরে ছন্দে ফিরছে কর্নাটক। কিন্তু তামিলনাড়ু শান্ত হয়নি। চেন্নাইয়ে এগমোরে আজ জলবণ্টন নিয়ে আত্মাহুতির চেষ্টা করেন ভিগনেশ নামে এক যুবক। কর্নাটকে তামিলদের উপরে হামলার প্রতিবাদে আগামিকাল তামিলনাড়ু বন্‌ধের ডাক দিয়েছে সেখানকার কৃষক এবং ব্যবসায়ীদের সংগঠনগুলি। চলবে বিক্ষোভ এবং রেল রোকো আন্দোলনও।

তামিলনাড়ুতে বিক্ষিপ্ত হিংসা ছড়িয়েছে আজই। সকালে চেন্নাইয়ের আইওসিএল-এর অফিস লক্ষ করে ইট ছোড়ে কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ইরোডে একটি কাপড়ের লরিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। লরিটিতে কর্নাটকের নম্বর প্লেট লাগানো ছিল।

বন্‌ধ কর্মসূচিতে অংশ নেবেন সব্জি এবং দুধ বিক্রেতারাও। চেন্নাইয়ের কোয়ামবেদু বাজারের অল হোলসেল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জানান, হাজার হাজার সব্জি বিক্রেতা বন্‌ধে অংশগ্রহণ করবেন। তামিলনাড়ু মিল্ক এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং সভাপতিও বলেছেন, ‘‘প্রায় ৭৫ লাখ খুচরো দুধ বিক্রেতা এবং দেড় লক্ষ এজেন্ট বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন। ফলে দুধ সরবরাহ ৫০ থেকে ৬০ শতাংশ মার খাবে।’’ তবে শিশু, প্রবীণ নাগরিক এবং অসুস্থদের কথা ভেবে বিক্রেতা এবং এজেন্টরা সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্‌ধে অংশ নেবেন।

বন্‌ধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ডিএমকে, এমডিএমকে, পিএমকে সিপিআইএম, সিপিআই এবং কংগ্রেসের মতো দলগুলি। তামিলদের রক্ষার আবেদন জানিয়ে মাদ্রাজ হাইকোর্টেও আবেদন জমা পড়েছে। আবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে চিঠি লিখে সেখানে বসবাসকারী কন্নড়দের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

কাবেরী অশান্তির জের গড়িয়েছে পুদুচেরিতেও। কর্নাটকে তামিলদের উপর হামলার প্রতিবাদে আগামী কাল সেখানে বন্‌ধের ডাক দিয়েছে বেশ কিছু তামিল সংগঠন। বন্‌ধকে সমর্থন করেছে বিজেপি।

কাবেরী আন্দোলনের জেরে হিংসায় রাশ টানতে ব্যর্থ হওয়ায় ফের কর্নাটক এবং তামিলনাড়ু সরকারের তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট। আজ দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাবেরী নিয়ে তাদের রায় মেনে চলতেই হবে। সাধারণ মানুষ যাতে আইন হাতে না তুলে নেয়, তা নিশ্চিত করতে হবে। আগেও হিংসা বন্ধের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।

cauvery water issue Tamil Nadu Suicide Youth
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy