E-Paper

সন্ত্রস্ত পর্যটকদের নিরাপদ ঠাঁই দুই বোনের কুঁড়ে ঘর

জঙ্গি হামলার পরে ত্রস্ত পর্যটকদের নিজেদের এক চিলতে মাটির ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে নিরাপদে রেখেছিল তারা দুই বোন। অনেকেই রুবিনাকে চেনেন তার পোষা খরগোশটির জন্য।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ০৮:৪৪

—ফাইল চিত্র।

দুই বোন। বছর চোদ্দোর রুবিনা এবং ষোলো বছরের মুমতাজ। পশুপালক এবং যাযাবর গুজ্জর-বক্করওয়াল গোষ্ঠীর এই দুই কিশোরী পহেলগামে জঙ্গিদের হামলার পরে উদ্ধার করেছিল অনেক পর্যটককে। সাহসিকতার জন্য এখন মুখে মুখে ফিরছে তাদের নাম।

জঙ্গি হামলার পরে ত্রস্ত পর্যটকদের নিজেদের এক চিলতে মাটির ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে নিরাপদে রেখেছিল তারা দুই বোন। অনেকেই রুবিনাকে চেনেন তার পোষা খরগোশটির জন্য। অল্প কিছু টাকার বিনিময়ে ছবি তোলার জন্য পর্যটকদের খরগোশটি দিয়ে থাকে সে। এখন বৈসারন ইকো পার্কে গাইড হিসেবে কাজও করে। গত মঙ্গলবার পর্যটকদের উপরে যখন হামলা চালায় জঙ্গিরা, সেই সময়ে রুবিনা চেন্নাই থেকে বেড়াতে আসা দম্পতির সঙ্গে ছিল। তাঁদের বাড়িতে নিয়ে আসে। তার পরে দুই বোন ফের ছোটে। এ ভাবে মোট তিন বার ওই জায়গায় গিয়েছিল তারা। আর প্রতি বারই দেখেছিল, আরও মানুষ আতঙ্কে
ছুটে চলেছেন।

মুমতাজের এক পায়ের গোড়ালির হাড় ভাঙা। এক পর্যটকের কোলের শিশুকে নিয়ে সেই অবস্থায় পাথুরে দুর্গম পথ দিয়ে ছুটতে ছুটতে সে পৌঁছেছিল নিজেদের কুঁড়েয়। সবাইকে জল খেতে দিয়েছিল তারা, আশ্বস্ত করেছিল। রুবিনা বলে, “নিজের কথা আমাদের মনেই হয়নি তখন। শুধু ভাবছিলাম পর্যটকদের কথা। অনেকে হাঁটতেও পারছিলেন না, ভয়ানক আতঙ্কিত ছিলেন। একটু সাহায্য চাইছিলেন শুধু।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Pahalgam Terror Attack Pahalgam

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy