ডিমা হাসাও জেলায় জঙ্গি-বিরোধী অভিযান তীব্র করেছে পুলিশ। একের পর এক জঙ্গি পুলিশের জালে ধরা পড়ছে। পুলিশ সূত্রে খবর, গত কাল গ্রেফতার করা হয়েছে জাদি নাইসো বজম (জেএনবি) জঙ্গি সংগঠনের সেনাধ্যক্ষ মাইসা ওরফে মুকেশ পর্ব।
ডিমা হাসাও ও কার্বি আংলং সীমানার মাঞ্জায় যৌথ অভিযান চালিয়েছিল সিআরপি-এর বরপাথার বেস ক্যাম্পের ২০১ কোবরা রেজিমেন্ট ও লাংটিং পুলিশ। ধৃত জঙ্গির কাছ থেকে একটি এ কে ৪৭ রাইফেল, একটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ডিমা হাসাও জেলার পুলিশ সুপার জি ভি শিব প্রসাদ জানান, জেএনবি জঙ্গি সংগঠনের সেনাধ্যক্ষ মাইসাকে লাংটিং থানায় জেরা করা হচ্ছে। আগামিকাল তাকে হাফলং আদালতে তোলা হবে। পুলিশ সুপার জানান, মাইসা লাংটিং, হাতিখালি, মান্দারডিসা এলাকায় তোলাবাজি, অপহরণের ঘটনায় জড়িত।