Advertisement
১৮ মে ২০২৪

জঙ্গি সেনাধ্যক্ষ ধৃত

ডিমা হাসাও জেলায় জঙ্গি-বিরোধী অভিযান তীব্র করেছে পুলিশ। একের পর এক জঙ্গি পুলিশের জালে ধরা পড়ছে। পুলিশ সূত্রে খবর, গত কাল গ্রেফতার করা হয়েছে জাদি নাইসো বজম (জেএনবি) জঙ্গি সংগঠনের সেনাধ্যক্ষ মাইসা ওরফে মুকেশ পর্ব।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০৪:০৫
Share: Save:

ডিমা হাসাও জেলায় জঙ্গি-বিরোধী অভিযান তীব্র করেছে পুলিশ। একের পর এক জঙ্গি পুলিশের জালে ধরা পড়ছে। পুলিশ সূত্রে খবর, গত কাল গ্রেফতার করা হয়েছে জাদি নাইসো বজম (জেএনবি) জঙ্গি সংগঠনের সেনাধ্যক্ষ মাইসা ওরফে মুকেশ পর্ব।

ডিমা হাসাও ও কার্বি আংলং সীমানার মাঞ্জায় যৌথ অভিযান চালিয়েছিল সিআরপি-এর বরপাথার বেস ক্যাম্পের ২০১ কোবরা রেজিমেন্ট ও লাংটিং পুলিশ। ধৃত জঙ্গির কাছ থেকে একটি এ কে ৪৭ রাইফেল, একটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডিমা হাসাও জেলার পুলিশ সুপার জি ভি শিব প্রসাদ জানান, জেএনবি জঙ্গি সংগঠনের সেনাধ্যক্ষ মাইসাকে লাংটিং থানায় জেরা করা হচ্ছে। আগামিকাল তাকে হাফলং আদালতে তোলা হবে। পুলিশ সুপার জানান, মাইসা লাংটিং, হাতিখালি, মান্দারডিসা এলাকায় তোলাবাজি, অপহরণের ঘটনায় জড়িত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Terrorist leader police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE