পর্তুগালে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রোমি কিংয়ের কাছ থেকে ৩ কোটি টাকা চাওয়া ও গুলিচালনার অভিযোগ উঠল লরেন্স বিশ্নোই গোষ্ঠীর রণদীপ মালিকের বিরুদ্ধে। লিসবনের ওডিভেলাস শহরতলিতে রোমি ও বিশ্নোই গোষ্ঠীর বিরোধী প্রিন্স গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে গুলিচালনার দায়ও স্বীকার করেছে রণদীপ। রোমি জানিয়েছেন, তিনি ২০১৩ সাল থেকে পর্তুগালে আছেন। সেখানে তাঁর বড় ব্যবসা রয়েছে। কয়েক দিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক নম্বর থেকে ৩ কোটি টাকা চেয়ে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। ৩ অগস্ট গভীর রাতে তাঁর সংস্থার অফিসের বাইরে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তিনি জানান, প্রিন্স তাঁর দত্তক পুত্র ও অংশীদার। গুলির নিশানায় ছিল প্রিন্সও। রোমির দাবি, রণদীপ তাঁকে মাদক পাচারকারীর তকমা দিচ্ছে। কিন্তু তাঁর বিরুদ্ধে পর্তুগাল ও ভারতে কোনও মামলা নেই। রণদীপ বর্তমানে আমেরিকায়। সে সমাজমাধ্যমে একটি পোস্টে গুলিচালনার দায় নিয়েছে। তার প্রত্যর্পণের চেষ্টা করছে এনআইএ ও দিল্লি পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)