ভারতীয় পণ্যের উপরে আমেরিকার ৫০ শতাংশ শুল্ক চাপানোর তারিখ (২৭ অগস্ট) এগিয়ে আসছে। ভারতের তরফ থেকেও তোড়জোড় চলছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক-উত্তেজনা কিছুটা প্রশমিত করার।
সূত্রের তরফে জানা গিয়েছে, চলতি মাসেই ওয়াশিংটন ডিসি-তে ভারতীয় দূতাবাস সে দেশের দ্বিতীয় বৃহত্তম লবি-সংস্থা মার্কারি গ্লোবাল অ্যাফেয়ার্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সূত্রের খবর, মাসে ৭৫ হাজার ডলারের বিনিময়ে তারা আমেরিকার প্রধান রাজনৈতিক সংস্থা, সরকারি ও বেসরকারি সংগঠন, হোয়াইট হাউসের কাছে ভারত সরকারের জনসংযোগের কাজটি করবে। চার মাসের জন্য, অর্থাৎ নভেম্বর পর্যন্ত এই সংস্থার সঙ্গে কেন্দ্রীয় সরকারের চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে।
কূটনৈতিক শিবিরের মতে, এই লবি সংস্থাগুলি মোটা ডলারের বিনিময়ে বিদেশি সরকারগুলিকে সহায়তা করে আমেরিকার প্রধান রাজনৈতিক সংস্থা বা সরকারি সংগঠনগুলির সঙ্গে সংযোগ তৈরি করতে। পেন্টাগন, হোয়াইট হাউস, বিদেশ দফতরের সঙ্গে তারা অন্য দেশের সরকারি কর্তাদের যোগাযোগ করিয়ে দেয়। পাশাপাশি, বিদেশি সরকার যেমন ভাষ্য দিতে চাইছে, তাকে আমেরিকার সংবাদমাধ্যমের কাছে তুলে ধরতেও সাহায্য করে। জানা গিয়েছে, মার্কারি গ্লোবাল অ্যাফেয়ার্স-এর গোটা আমেরিকা জুড়ে ৫৫০টি শাখা অফিস রয়েছে।
মার্কারির পাশাপাশি ভারত চুক্তিবদ্ধ বিজিআর অ্যাসোসিয়েটস নামক সংস্থাটির সঙ্গেও। এটিও ওয়াশিংটনে যথেষ্ট প্রভাবশালী লবি সংস্থা। দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, পানামা, সাইপ্রাসের মতো বেশ কিছু দেশের প্রতিনিধিত্ব করে তারা আমেরিকার লবি-বাজারে। জানা গিয়েছে, এই সংস্থার প্রতিষ্ঠাতা এক প্রাক্তন রিপাবলিকান গভর্নর, ট্রাম্প প্রশাসনের সঙ্গে যাঁর এখনও সংযোগ রয়ে গিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)