ভারত-পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি এবং তার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে ফোনালাপ করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ক্রেমলিনের আধিকারিক ইউরি উশাকভ এ কথা জানান।
রাশিয়ার সংবাদমাধ্যমে ইউরি জানিয়েছেন, পহেলগামে জঙ্গি হামলার পরে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে দুই প্রেসিডেন্টের মধ্যে কথা হয়েছে। ওই ঘটনায় তাঁর হস্তক্ষেপেই যে সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়েছে, সে কথা বলেছেন স্বয়ং আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প। ইউরির কথা উল্লেখ করে আজ এক্স হ্যান্ডলে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ লিখেছেন, ‘তাঁর ব্যক্তিগত হস্তক্ষেপে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়টি স্পষ্ট করে দেবেন কি?’
ওই আলোচনার পরে ট্রাম্পও নিজস্ব সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে জানান, দুই দেশের শীর্ষনেতার মধ্যে রাশিয়ার মাটিতে ইউক্রেনের সাম্প্রতিক হামলা, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। এক ঘণ্টা ১৫ মিনিটের ফোনালাপে রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলার প্রসঙ্গ উঠে এসেছে। ট্রাম্প বলেন, ‘‘আলোচনা ভালই হয়েছে। তবে এখনই তা শান্তি ডেকে আনবে বলে মনে হয় না।’’ এ বিষয়ে পুতিনের মনোভাবের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘‘প্রেসিডেন্ট পুতিন দৃঢ় ভাবে জানিয়েছেন, বিমানঘাঁটিতে কিভের হামলার কড়া জবাব দেবেন তিনি। আমাদের মধ্যে ইরানের পরমাণু অস্ত্র চুক্তি নিয়েও কথা হয়েছে। ইরান এ বিষয়ে গড়িমসি করছে। ওদের হাত থেকে সময় চলে যাচ্ছে। ইরানের উচিত, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া।’ প্রসঙ্গত, সম্প্রতি রুশ বিমানঘাঁটিতে ১১৭টি ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। যদিও তাতে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি রুশ প্রশাসনের। এর পাল্টা জবাবে গত কাল বেলগোরোড, রস্টভ, ভোরোনেঝ অঞ্চলে ইউক্রেনের ২৯টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)