কার্যত ভেস্তে গেল গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। সমাজকর্মী মেধা পটেকর এবং অভিনেতা-রাজনীতিক প্রকাশ রাজকে আজ কমিটির পক্ষ থেকে ডাকা হয়েছিল, ২০১৩ সালে কংগ্রেস সরকারের আনা জমি অধিগ্রহণ আইনের বাস্তবায়ন এবং কার্যকরী দিকগুলি নিয়ে বলার জন্য। তাঁদের এই আমন্ত্রণ জানিয়েছিলেন কমিটির চেয়ারম্যান, কংগ্রেসের সপ্তগিরি শঙ্কর উলাকা। কিন্তু তাঁরা বলতে শুরু করলে উপস্থিত ১৭ জন বিজেপি সদস্য হট্টগোল শুরু করেন এবং বৈঠক ছেড়ে বেরিয়ে যান। অন্তত ১০ জন সদস্য সংসদীয় কমিটির বৈঠকে না থাকলে ‘কোরাম’ হয় না। আর তাই বিজেপি বেরিয়ে যাওয়ার পরে সংখ্যার অভাবে বন্ধ হয়ে যায় আলোচনা। পটেকরকে ‘দেশবিরোধী’ বলে চিৎকার করতে থাকেন পুরুষোত্তম রূপালা-সহ অন্য বিজেপি সদস্যরা। এমনকি ব্যঙ্গ করে বলা হয়, এর পরে পাকিস্তানের নেতাদেরও এই বৈঠকে ডাকাহতে পারে!
উলাকা জানান, সংসদীয় কমিটিতে নাগরিক সমাজ থেকে বিশিষ্ট ব্যক্তিদের বরাবরই ডাকা হয়ে থাকে। এ ক্ষেত্রেও তাই মেধা পটেকরদের মতামত শুনতে ডাকা হয়েছিল। কিন্তু বিজেপি তা হতে দিল না। বিজেপির বক্তব্য, নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাত সরকার যখন সর্দার সরোবর বাঁধ তৈরির জন্য চেষ্টা করছিল, তখন মেধা পটেকর নর্মদা বাঁচাও আন্দোলন করে তাতে ‘বাগড়া’ দেওয়ার চেষ্টা করে গিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)