দেশে যখন শুরু হচ্ছে ৫জি পরিষেবা, তখন সাবেক ২জি পরিষেবার সূচনা নিয়ে জোর হইচই! অবাক হতে বাধ্য বাকি দেশ। শহরের মানুষ লকডাউন বলতে বোঝেন ভিডিয়ো কনফারেন্স কল, ওয়েবিনার, হোম-ডেলিভারি। কিন্তু অরুণাচলপ্রদেশে চাংলাং জেলার বিজয়নগর ছয় দশক ধরে তো লকডাউনের সঙ্গেই ঘর করছে! সেখান থেকে সবচেয়ে কাছের টাউন মিয়াও, ১৫৭ কিলোমিটার দূরে। বাকি তিন দিক মায়ানমারের পাহাড়-জঙ্গল। মিয়াও যেতে হেঁটে পার করতে হয় আটটা পাহাড়।
ভোটকেন্দ্র কত দুর্গম হতে পারে— তার খবর পড়তে ভালবাসেন মানুষ। তাই প্রতি বার নির্বাচনের সময় বিজয়নগর একবার করে খবরে আসে। গত বার ভোটের পরে টানা বৃষ্টিতে ভোটকর্মীদের ফেরাতে পারেনি চপার। তাই ২৩ দিন পরে, পায়ে হেঁটে আটটা পাহাড় পার করে স্ট্রং-রুমে ইভিএম পৌঁছে দিয়েছিলেন পুলিশ ও ভোটকর্মীরা।
এহেন বিজয়নগরে ১ অগস্ট থেকে চালু হয়েছে বিএসএলএনের ২জি মোবাইল পরিষেবা। বায়ুসেনা সব সরঞ্জাম বহন করে নিয়ে গিয়েছে। সরঞ্জাম নেওয়ার অনুমতি পেতে ও আবহাওয়া অনুকূল হওয়ার অপেক্ষায় যোরহাটে বিএসএনএলের দলটিকে ১ মাস অপেক্ষা করতে হয়। অবশেষে দেশের মোবাইল মানচিত্রে ঠাঁই পেল বিজয়নগরের নাম।