একের পর এক সাতটি দোকানে হানা দিল দুষ্কৃতীরা। গত কাল গভীর রাতে করিমগঞ্জ থেকে ১০ কিলোমিটার দূরে জরারবাজার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতী দলের সকলের মুখে কাপড় বাঁধা ছিল। তবে, জইনুল আহমেদ নামে এক দুষ্কৃতীকে কয়েক জন এলাকাবাসী চিনতে পারেন। আজ পুলিশ জয়নুলের বাড়িতে গেলেও, তার খোঁজ মেলেনি।
পর পর একাধিক দোকানে চুরির ঘটনা সম্প্রতি করিমগঞ্জ ছাড়াও লাতু, নিলামবাজার, বারইগ্রামে ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দুষ্কৃতীদের হদিস মেলেনি। পুলিশ জানিয়েছে, জরারবাজারে দোকানগুলির দরজা ভেঙে ঢুকেছিল দুষ্কৃতীরা। নগদ টাকা ছাড়াও অন্য জিনিস তারা চুরি করে পালিয়েছে। স্থানীয় এক বাসিন্দা দুষ্কৃতী দলের এক জনকে ধরে ফেলেছিলেন। কিন্তু সে-ও পালায়। ওই দুষ্কৃতীই জয়নুল ছিল বলে এলাকাবাসীর দাবি।