Advertisement
E-Paper

৪২ দিন বাতিল থাকছে এই ট্রেনগুলি

১৫ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত বারাণসীর উপর দিয়ে যাওয়া মোট ৩০টি ট্রেন বাতিল থাকছে বলে জানিয়েছে রেল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ১৮:০২
১৫ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত বারাণসীর উপর দিয়ে যাওয়া মোট ৩০টি ট্রেন বাতিল থাকছে বলে জানিয়েছে রেল। —ফাইল চিত্র।

১৫ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত বারাণসীর উপর দিয়ে যাওয়া মোট ৩০টি ট্রেন বাতিল থাকছে বলে জানিয়েছে রেল। —ফাইল চিত্র।

রেলওয়ের পরিকাঠামো বাড়ানোর কাজ চলছে। তাই ৪২ দিনের জন্য বন্ধ রাখা হবে বেশকিছু ট্রেনের চলাচল। জানিয়েছে রেল মন্ত্রক।

রেল সূত্রের খবর, ভারতে ৬০০টি রেল স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। গত ১৫ জুন থেকে নর্দান জোনের লখনউ ডিভিশনের বারাণসী স্টেশনে কাজ চলছে। চলবে ২৬ জুলাই পর্যন্ত। বারাণসী স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে এই কাজ চলছে। তাই ১৫ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত বারাণসীর উপর দিয়ে যাওয়া মোট ৩০টি ট্রেন বাতিল থাকছে বলে জানিয়েছে রেল।

কোন কোন ট্রেন বাতিল থাকছে?

আরও পড়ুন: আন্দামানের এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ, কেন জানেন?

শিয়ালদহ-বারাণসী এক্সপ্রেস (১৩১৩৩) (যদিও ২৪ ও ২৮ জুন এবং জুলাইয়ের ১, ১২, ১৫ ১৯ ও ২২ তারিখ চলবে)। বারাণসী-শিয়ালদহ এক্সপ্রেস (১৩১৩৪), (যদিও ১৭, ২০, ২৪, ২৭ ২৯ জুন ১, ৪, ৮, ১১, ১৫, ১৮, ২২, ও ২৫ জুলাই চলবে)। বাতিল হয়েছে আসানসোল-বারাণসী এক্সপ্রেস (৬৩৫৫৩) এবং বারাণসী-আসানসোল এক্সপ্রেস (৬৩৫৫৪)। এছাড়া বাতিল থাকছে বারাণসী-বডোদরা মহামানা সুপারফাস্ট এক্সপ্রেস (২০৯০৪), বারাণসী-বডোদরা মহামানা সুপারফাস্ট এক্সপ্রেস (২০৯০৩), বারাণসী-আহমেদাবাদ সবরমতী এক্সপ্রেস (ট্রেন নম্বর ১৯১৬৮ এবং ১৯১৬৭), বারাণসী-লোকমান্য তিলক টার্মিনাস কামায়নী এক্সপ্রেস (১১০৭১), বারাণসী-গ্বালিয়র, খাজুরাহো-বুন্দেলখন্ড এক্সপ্রেস, বারাণসী-বুন্দেলখন্ড এক্সপ্রেস, বারাণসী-হাবুলি এক্সপ্রেসের মতো ট্রেনগুলি। এছাড়া বারাণসীর আরও অনেক প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকছে এই সময়ে।

২৭ জুলাই থেকে নির্ধারিত সময় মেনেই চলবে ট্রেনগুলো।

Indian railway Train Lucknow ট্রেন লখনউ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy