E-Paper

দীপু-হত্যা সমর্থন করায় অসমে গ্রেফতার তিন

কামরূপ জেলায় রঙ্গিয়া থেকে মহম্মদ শাইফ আখতার আলিকে হিন্দু সংগঠনগুলির করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। অভিযোগ, তিনি সামাজিক মাধ্যমে দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনাকে সমর্থন করে পোস্ট করেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৮

— প্রতীকী চিত্র।

বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনার প্রতিবাদে অসম জুড়ে চলা বিক্ষোভের মধ্যেই ওই হত্যাকাণ্ডকে সামাজিক মাধ্যমে সমর্থন করা ও উস্কানিমূলক পোস্ট লেখার অভিযোগে বিভিন্ন জেলা থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কামরূপ জেলায় রঙ্গিয়া থেকে মহম্মদ শাইফ আখতার আলিকে হিন্দু সংগঠনগুলির করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। অভিযোগ, তিনি সামাজিক মাধ্যমে দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনাকে সমর্থন করে পোস্ট করেছিলেন। ধুবুড়ির গৌরীপুরে বানিয়ামারি থেকে গ্রেফতার হওয়া বাবুল হুসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীর পক্ষে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বিষয় প্রচার করছিলেন। পুলিশ জানায়, অভিযুক্ত এমন কিছু ভিডিও আপলোড করেছিলেন, যেখানে হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসা, এমনকি গাছে বেঁধে মানুষকে হত্যা ও পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রশংসাও করা হয়েছে। কোনও মৌলবাদী নেটওয়ার্কের সঙ্গে তাঁর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শ্রীভূমির গামোরিয়া গ্রামের বাসিন্দা ১৯ বছরের ইজাজুর রহমান সামাজিক মাধ্যমে বাংলাদেশে হিন্দু হত্যার স্বপক্ষে যুক্তি দেখায়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজুকরে গ্রেফতার করা হয়েছে। এদিকে, বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে বুধবারও অসমের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখানো হয়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

arrest Assam India-Bangladesh

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy