Advertisement
২৬ এপ্রিল ২০২৪

২৪ ঘণ্টায় বিহারে খুন তিন ব্যবসায়ী

পুলিশ কোনও ক্ষেত্রেই কাউকে গ্রেফতার করতে পারেনি।  বিহার পুলিশ জানিয়েছে, প্রতিদিন অন্তত সাত জন খুন হচ্ছেন রাজ্যে। প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ০২:৫৮
Share: Save:

দুষ্কৃতীদের তাণ্ডব থামছেই না বিহারে! গত ২৪ ঘন্টায় রাজ্যে তিন ব্যবসায়ীকে গুলি করে মারা হয়েছে। পুলিশ কোনও ক্ষেত্রেই কাউকে গ্রেফতার করতে পারেনি। বিহার পুলিশ জানিয়েছে, প্রতিদিন অন্তত সাত জন খুন হচ্ছেন রাজ্যে। প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি।

আজ সকালে দ্বারভাঙা জেলার রানিপুরে ৫৭ নম্বর জাতীয় সড়কে একটি নির্মাণ সংস্থার মালিককে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। মৃতের নাম কে পি শাহি। অফিস থেকে বাড়ি ফেরার পথে গাড়িতেই তাঁকে গুলি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান তিনি।

এ দিনই গয়া জেলার আমস থানা এলাকার সিমরি গ্রামের পাশ থেকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি গ্রাহক সেবাকেন্দ্রের সঞ্চালকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম পিন্টু সিংহ। ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করে। এলাকাবাসী পুলিশকে জানিয়েছেন, কলকাতা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল পিন্টু। রাত ১১টা নাগাদ তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। একটি সিমেন্ট কোম্পানির বাসে চড়ে তাঁদের যাওয়ার কথা ছিল। বাসটি অরঙ্গাবাদ থেকে আসছিল। বাসের সহযাত্রীরা তাঁকে ফোন করলেও পাওয়া যায়নি। ফোন বন্ধ ছিল। পরিবারের লোকেরা অপহরণের কথা পুলিশকে জানান। আজ দেহ উদ্ধার হয়।

গত রাতে, বেগুসরাইয়ে অর্থ লেনদেনের বিবাদে দুষ্কৃতীরা এক জমি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। মুফস্সল থানার পাসপুরা গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Death Businessman Bihar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE