কর্মসূত্রে আমেরিকায় প্রবাসী যে সমস্ত ভারতীয় নাগরিক চলতি মাসে দেশে ফিরেছেন, তাঁদের আমেরিকায় ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। অভিযোগ, আমেরিকায় কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) চেয়ে ভারতীয়দের অ্যাপয়েন্টমেন্ট আচমকা বাতিল করে দেওয়া হয়েছে। নতুন অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেওয়া হয়েছে বেশ কয়েক মাস পরে। তা-ও শেষ মুহূর্তে বাতিল হবে কি না, নিশ্চয়তা নেই। ফলে ভারতে এসে আটকে পড়েছেন বহু প্রবাসী। কী ভাবে কর্মক্ষেত্রে ফিরবেন, তা বুঝে উঠতে পারছেন না। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে তিন জন বিশেষজ্ঞ আইনজীবীকে উল্লেখ করে এই তথ্য জানানো হয়েছে।
সূত্রের খবর, ১৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে যাঁদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তেমন হাজার হাজার ভারতীয়ের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে গিয়েছে। এইচ-১বি ভিসার গ্রাহকেরা অধিকাংশই আমেরিকান ওয়ার্ক পারমিট পুনর্নবীকরণের জন্য এই সময়টিকে বেছে নেন। কারণ, আমেরিকায় এটা ছুটির মরসুম। মার্কিন বিদেশ দফতর ভিসা গ্রাহকদের ইমেলে জানিয়েছে, ওয়ার্ক পারমিটের জন্য সাক্ষাৎকার আয়োজন করতে দেরি হচ্ছে। বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যম সংক্রান্ত একটি নতুন নিয়ম চালু করেছেন। কোনও আবেদনকারী যাতে আমেরিকানদের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে না পারেন, তা নিশ্চিত করতে এই নিয়ম। সেই কারণে গোটা প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।
আরও পড়ুন:
এইচ-১বি একটি অ-অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সর্বোচ্চ ছ’বছর পর্যন্ত আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন, অতি দক্ষ কর্মীদেরই এই সুযোগ দেওয়া হয়। কিছু দিন আগে এইচ-১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির উপর এক লক্ষ ডলারের (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) বোঝা চাপিয়েছিলেন ট্রাম্প। বলেছেন, দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে এ বার থেকে সংস্থাগুলিকে এই পরিমাণ অর্থ সরকারের হাতে তুলে দিতে হবে। কী ভাবে কাদের মার্কিন সংস্থাগুলিতে নিয়োগ করা হচ্ছে, কী ভাবে কর্মীকে বেছে নেওয়া হচ্ছে, সেই প্রক্রিয়াতেও ট্রাম্প প্রশাসন নাক গলাচ্ছে। ট্রাম্প ঘনিষ্ঠদের দাবি, এই ভিসার মাধ্যমে আমেরিকানদের মধ্যে বেকারত্ব বাড়ছে। আমেরিকায় থেকে সেখানকার নাগরিকেরাই চাকরি পাচ্ছেন না। বাইরের লোকজনকে চাকরি দেওয়া হচ্ছে। এ ভাবে মার্কিন নাগরিকেরা বঞ্চিত হচ্ছেন। তবে ট্রাম্পের এই অবস্থানের বিরোধিতা করেছে অনেক মার্কিন সংস্থা। তাদের বক্তব্য, বিদেশি কর্মীদের দক্ষতাকে অবহেলা করলে আমেরিকার অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে।
এইচ-১বি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা পুনর্নবীকরণের জন্য অনেকে ভারতে ফিরেছিলেন। কিন্তু আচমকা অ্যাপয়েন্টমেন্ট বাতিল হওয়ায় তাঁরা আটকে পড়েছেন। বহু প্রবাসী ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। আদৌ কর্মক্ষেত্রে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট বাতিলের কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা কারণ ব্যাখ্যা করা হয়নি। ফলে শুধু ভারতীয়দের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হচ্ছে কি না, স্পষ্ট নয়।
মার্কিন বহুজাতিক সংস্থা আমাজ়নের তরফে ইতিমধ্যে এইচ-১বি নিয়ে কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে খবর। ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতে যাঁরা অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেয়েছেন, তাঁদের আমেরিকা ছেড়ে না-যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। বলা হয়েছে, ওই অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যেতে পারে। এ ছাড়া, যাঁরা বৈধ মার্কিন ভিসা স্ট্যাম্প নিয়ে বিদেশে গিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তাঁদের আমেরিকায় ফিরতে বলা হয়েছে।