তিরুপতিতে দর্শনের আগে টিকিট সংগ্রহের সময় ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত ১৬। এই ঘটনায় শোকপ্রশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল-সহ অনেকেই।
প্রতি বছরের মতো এ বছরও ১০ জানুয়ারিতে তিরুপতি মন্দিরে ১০ দিনের বৈকুণ্ঠ একাদশী উৎসব শুরু হতে চলেছে। উৎসবের প্রথম তিন দিন, অর্থাৎ ১০-১২ জানুয়ারি পর্যন্ত ভক্তদের জন্য বিনামূল্যে বিগ্রহ দর্শন বা ‘সেবা দর্শন’ ব্যবস্থা করা হয়। মন্দির কর্তৃপক্ষ ভক্তদের ভিড় সামলাতে সে জন্য কুপনের ব্যবস্থা করেন। এ বছর সেই কুপন সংগ্রহ করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে।
তিরুপতির পুর কমিশনার এন মৌর্য জানান, বৈরাগীপট্টিদা এলাকার এমজিএম হাইস্কুলের টিকিট কাউন্টারের লাইনে কুপনের জন্য লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভিড় থেকে সরিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময়েথ গেট খোলা হয়। তখনই পুরো ভিড় ওই গেট দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়তে গেলে পদপিষ্টের ঘটনা ঘটে। টিটিডি-র চেয়ারম্যান বিআর নায়ডুর বক্তব্যেও একই কথা উঠে এসেছে। সূত্রের খবর, মৃতদের মধ্যে অসুস্থ হয়ে পড়া ওই মহিলাও রয়েছেন।
টিটিডি-র একাংশের তরফে পুলিশ এবং প্রশাসনকেই দায়ী করা হয়েছে।
ঘটনার পরে বুধবার রাতেই শোকপ্রকাশ করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। টিটিডি-র চেয়ারম্যান বিআর নায়ডুর সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)