Advertisement
E-Paper

জাতীয় সঙ্গীত বিতর্কে রাজ্যপালকে সরানোর দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংহকে আজ ফের সরানোর দাবি তুললেন তৃণমূল নেতৃত্ব। আজ তৃণমূলের পক্ষ থেকে ফের ওই দাবি জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন দলীয় সাংসদ সুখেন্দুশেখর রায়। গত সপ্তাহে রাজস্থান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ওই রাজ্যের রাজ্যপাল কল্যাণ সিংহ দাবি করে বসেন, জাতীয় সঙ্গীতের প্রথম ছত্র থেকে অধিনায়ক শব্দটি বাদ দেওয়া হোক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ২১:২১

জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংহকে আজ ফের সরানোর দাবি তুললেন তৃণমূল নেতৃত্ব। আজ তৃণমূলের পক্ষ থেকে ফের ওই দাবি জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন দলীয় সাংসদ সুখেন্দুশেখর রায়।
গত সপ্তাহে রাজস্থান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ওই রাজ্যের রাজ্যপাল কল্যাণ সিংহ দাবি করে বসেন, জাতীয় সঙ্গীতের প্রথম ছত্র থেকে অধিনায়ক শব্দটি বাদ দেওয়া হোক। কারণ, ইংরেজ শাসকদের প্রশস্তিতে ওই শব্দটি ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথ। বিষয়টি সামনে আসতেই প্রতিবাদের ঝড় ওঠে সব মহলে। সরব হন তৃণমূল নেতৃত্ব।
গত সপ্তাহেই দলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে চিঠি লিখে কল্যাণ সিংহকে রাজ্যপাল পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। আজ কল্যাণ সিংহের বক্তব্যের সিডি রাষ্ট্রপতির কাছে পাঠান সুখেন্দুবাবু। বলেন, ‘‘জাতীয় পতাকা ও সঙ্গীতকে প্রতিটি ভারতবাসী সম্মান জানাতে বাধ্য। আর এখানে এক জন রাজ্যপাল জাতীয় সঙ্গীতের অপমান করেছেন। তাই দলের দাবি, কল্যাণ সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিন রাষ্ট্রপতি। কারণ রাষ্ট্রপতিই রাজ্যপালকে সরাতে পারেন। তাই তাঁর দ্বারস্থ হয়েছে দল।’’ আগামী দিনে হাইকোর্টে এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করার পরিকল্পনা নিয়েছেন সুখেন্দুবাবু। আসন্ন বাদল অধিবেশনে সংসদে এ বিষয়ে সরব হওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

sukhendu shekhar roy tmc kalyan singh national anthem jana gana mana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy