Advertisement
E-Paper

ধর্মীয় মৌলবাদ রুখতে অবিলম্বে রাজ্যসভায় আলোচনা চাইল তৃণমূল

মৌলবাদ রোখার জন্য সংসদে অবিলম্বে আলোচনার দাবি জানাল তৃণমূল। সংসদের বাদল অধিবেশনেই বিষয়টি নিয়ে আলোচনা চাওয়া হয়েছে। তৃণমূলের সংসদীয় দলের তরফে তা নিয়ে রাজ্যসভায় নোটিসও দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ২০:৩৯

মৌলবাদ রোখার জন্য সংসদে অবিলম্বে আলোচনার দাবি জানাল তৃণমূল। সংসদের বাদল অধিবেশনেই বিষয়টি নিয়ে আলোচনা চাওয়া হয়েছে। তৃণমূলের সংসদীয় দলের তরফে তা নিয়ে রাজ্যসভায় নোটিসও দেওয়া হয়েছে।

অসহিষ্ণুতা বিতর্কে গত কয়েক মাস উত্তাল ছিল গোটা দেশ। সেই বিতর্কের আঁচ কিছুটা কমতে না কমতেই বেশ কয়েকটি রাজ্যে একের পর এক দলিত নির্যাতনের ঘটনা সামনে এসেছে। গো-রক্ষার নামে দলিত নির্যাতনের ঘটনায় প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাত উত্তাল। জাতীয় রাজনীতিতে আগামী দিনে বড় ভূমিকা নিতে আগ্রহী তৃণমূল গুজরাতের ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। সাংসদদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই গুজরাতের উনায় গিয়ে আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করে এসেছে। তৃণমূল সূত্রের খবর, দলিতদের উপর আক্রমণকে আর সংখ্যালঘু নির্যাতনকে আলাদা করে দেখছে না দল। ধর্মীয় মৌলবাদ তথা কট্টরবাদ থেকেই এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছে তৃণমূল। তাই রাজ্যসভায় অবিলম্বে বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে। তৃণমূল সংসদীয় দল সূত্রের খবর, সংখ্যালঘু এবং দলিতদের উপর নির্যাতন রুখতে সরকার কী পদক্ষেপ নিয়েছে, সংসদে তার জবাব চাওয়া হবে।

আরও পড়ুন: সংখ্যালঘু ও দলিত নির্যাতনের প্রশ্নে সংসদে বিরোধীরা এককাট্টা

TMC Urgent Notice Rajya Sabha Seeking Discussion Religious Fundamentalism
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy