E-Paper

গোয়ায় ফের তৃণমূল, বি-টিম শঙ্কা

কংগ্রেসের প্রশ্ন, তৃণমূল কি বিজেপিকে সুবিধা করে দিতে ফের গোয়ার ভোটে লড়তে চাইছে? পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা এর পিছনে ২০২৬-এ বাংলার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ও তৃণমমূলের মধ্যে ‘গোপন আঁতাঁত’-এর গন্ধ পাচ্ছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ০৮:৫৩

— প্রতীকী চিত্র।

তিন বছর আগে গোয়ায় বিধানসভা নির্বাচন লড়তে গিয়ে তৃণমূল কংগ্রেস নিজে কিছু করতে না পারলেও কংগ্রেসের ভোট কেটে যাত্রাভঙ্গ করেছিল। ২০২৭-এ গোয়ার বিধানসভা নির্বাচনে ফের মাঠে নামার ইঙ্গিত দিল তৃণমূল।

কংগ্রেসের প্রশ্ন, তৃণমূল কি বিজেপিকে সুবিধা করে দিতে ফের গোয়ার ভোটে লড়তে চাইছে? পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা এর পিছনে ২০২৬-এ বাংলার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ও তৃণমমূলের মধ্যে ‘গোপন আঁতাঁত’-এর গন্ধ পাচ্ছেন। তৃণমূল সূত্রের খবর, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একলা লড়াইয়ের নীতি মেনে তৃণমূল ধাপে ধাপে ‘ইন্ডিয়া’ মঞ্চের প্রধান শরিক কংগ্রেস, বামেদের সঙ্গে দূরত্ব তৈরি করবে। সেই কৌশল মেনে তৃণমূল গোয়াতেও কংগ্রেসকে নিশানা করবে।

গোয়ায় ২০২২-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল ৫ শতাংশের মতো ভোট পেয়েছিল। কংগ্রেস অভিযোগ করেছিল, তৃণমূল ও আম আদমি পার্টি বিজেপি বিরোধী ভোটে ভাগ বসানোর ফলেই বিজেপি জিতে যায়। সেই ভোটের পরে গোয়ায় তৃণমূল দফতরে কার্যত ঝাঁপ পড়ে গিয়েছিল। সম্প্রতি ফের গোয়ার তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেছেন, দলের সমস্ত কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি তৈরি হবে।

কংগ্রেস নেতৃত্ব এতে সিঁদুরে মেঘ দেখছে। এআইসিসি-তে গোয়ার ভারপ্রাপ্ত সচিব অঞ্জলি নিম্বলকরের বক্তব্য, তৃণমূল বা আম আদমি পার্টির উচিত গোয়ার ভোটে না লড়া। গত বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের ভোট কেটে বিজেপির ‘বি টিম’ হিসেবে কাজ করেছিল। এ বারও তারা একই কাজ করতে চাইছে। উল্টো দিকে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলের যুক্তি, গোয়ার মানুষ বারবার প্রতারিত হয়েছেন বলেই তৃণমূল ২০২২-এ গোয়ার ভোটে লড়তে গিয়েছিল। ২০১৭-তে গোয়ায় ১৭ জন কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন। এর মধ্যে বিরোধী দলনেতা-সহ ১০ জন বিজেপিতে যোগ দেন। ২০২২-এ গোয়া থেকে ১১ জন কংগ্রেস বিধায়ক জিতেছিলেন। তাঁদের মধ্যে বিরোধী দলনেতা-সহ ৮ জন বিজেপিতে যোগ দেন। তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে গোয়াকে বিশ্বাসযোগ্য বিকল্প দিতে চায়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC Goa Goa Assembly Election

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy