পাকিস্তানের গোলায় ক্ষতিগ্রস্ত জম্মু ও কাশ্মীরের রাজৌরীতে গেল তৃণমূলের প্রতিনিধিদল। শুক্রবার সকালে রাজৌরীর জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজ পরিদর্শনে যান প্রতিনিধিদলের পাঁচ সদস্য। সেখানে পাক গোলাবর্ষণে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন ডেরেক ও’ব্রায়েন, মানস ভুঁইয়ারা।
পহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর এবং সেখানকার মানুষ কেমন রয়েছেন, তা জানতে সেখানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল। বুধবার প্রতিনিধিদলের পাঁচ সদস্য শ্রীনগরে পৌঁছোন। এই দলে রাজ্যসভার সাংসদ ডেরেক, রাজ্যের মন্ত্রী মানস ছাড়াও রয়েছেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুর। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যেরা। তার পর তাঁরা যান পাক সীমান্তবর্তী পুঞ্চে, সেখানকার আহত মানুষদের সঙ্গে দেখা করতে। শুক্রবার ডেরেকরা গেলেন রাজৌরীতে।
বৃহস্পতিবার মানস বলেছিলেন, “সীমান্তের ও পার থেকে যে গোলাগুলি চলেছে, তাতে পুঞ্চে এবং রাজৌরীতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন। প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারকে সমবেদনা জানাতে আমরা আজ পুঞ্চে যাব। আগামিকাল যাব রাজৌরীতে।” তৃণমূল সূত্রে খবর, তিন দিনের এই কাশ্মীর সফর থেকে ফিরে মুখ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট দেবেন প্রতিনিধিদলের সদস্যেরা।