Advertisement
২৪ এপ্রিল ২০২৪
International

স্থায়ী সদস্য হতে নিরাপত্তা পরিষদে ভেটো অধিকার ছাড়বে ভারত

নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জে ভেটো দেওয়ার অধিকার আপাতত ছাড়তে চায় ভারত। নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। ভেটোর অধিকার প্রয়োগ করে সেই প্রক্রিয়ায় বাধা দিতে চায় না ভারত।

রাষ্ট্রপুঞ্জের সদর দফতর।

রাষ্ট্রপুঞ্জের সদর দফতর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ২০:৪৯
Share: Save:

নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জে ভেটো দেওয়ার অধিকার আপাতত ছাড়তে চায় ভারত। নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। ভেটোর অধিকার প্রয়োগ করে সেই প্রক্রিয়ায় বাধা দিতে চায় না ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবারুদ্দিন বলেছেন, ‘‘ভেটো দেওয়ার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রক্রিয়ায় আমরা সেই অধিকার প্রয়োগ করে বাধা হয়ে দাঁড়াতে চাই না।’’ ভারতের আশা, আপাতত ভেটো দেওয়ার অধিকার ছেড়ে দেওয়ায় নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হওয়ার বহু দিনের বাসনা পূর্ণতা পাওয়ার দিকে সহায়তা পাবে। মূলত চিন ভেটো দেওয়ায় ভারত এখনও পর্যন্ত স্থায়ী সদস্যপদ পায়নি নিরাপত্তা পরিষদে।

আরও পড়ুন- আইন কড়া, তবু ৭০% মহিলাই অফিসে যৌন নির্যাতন চেপে যান

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ‘জি-৪’ গোষ্ঠীর চারটি দেশ- ব্রাজিল, জার্মানি, জাপান ও ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার পক্ষে জোরালো সওয়াল করতে গিয়ে আকবারুদ্দিন বলেছেন, ‘‘এখন যাঁরা সদস্য রয়েছেন, সেই পাঁচ দেশের (চিন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও আমেরিকা) তো ভেটো দেওয়ার অধিকার আছেই, নীতিগত ভাবে নতুন সদস্য দেশগুলিরও অধিকার রয়েছে ভেটো প্রয়োগের। কিন্তু বিষয়টি রিভিউয়ের পর্য়ায়ে না গেলে কেউই নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রক্রিয়ায় ভেটো দেবে বলে মনে হয় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE