Advertisement
৩০ এপ্রিল ২০২৪

সাইকেলের ভবিষ্যৎ কী, আজ চূড়ান্ত লড়াইয়ে নামছে অখিলেশ-মুলায়ম শিবির

আগামিকাল মহারণ! তার ঠিক আগের রাতে প্রিয়ঙ্কা গাঁধীকে ৪৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন অখিলেশ যাদব। স্বভাবতই প্রশ্ন উঠেছে, আগামিকাল ভাঙন ধরে নিয়েই কি কংগ্রেসের সঙ্গে জোট গড়ার দিকে এগোতে শুরু করেছেন অখিলেশ? জোট হলে প্রিয়ঙ্কা-ডিম্পল যাদব ভোটমুখী উত্তরপ্রদেশে যে যৌথ ভোট প্রচারে নামবেন, তারই কি ইঙ্গিত রাতে দিয়ে রাখলেন অখিলেশ?

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ০৩:০৬
Share: Save:

আগামিকাল মহারণ! তার ঠিক আগের রাতে প্রিয়ঙ্কা গাঁধীকে ৪৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন অখিলেশ যাদব। স্বভাবতই প্রশ্ন উঠেছে, আগামিকাল ভাঙন ধরে নিয়েই কি কংগ্রেসের সঙ্গে জোট গড়ার দিকে এগোতে শুরু করেছেন অখিলেশ? জোট হলে প্রিয়ঙ্কা-ডিম্পল যাদব ভোটমুখী উত্তরপ্রদেশে যে যৌথ ভোট প্রচারে নামবেন, তারই কি ইঙ্গিত রাতে দিয়ে রাখলেন অখিলেশ?

সাইকেলের ভবিষ্যৎ কী, তা ঠিক করতে আগামিকাল নির্বাচন কমিশনের সামনে চূড়ান্ত লড়াইয়ে নামতে চলেছে অখিলেশ ও মুলায়ম শিবির। প্রতীক ও দলের নাম কোন শিবির পাবে, নাকি দুই শিবিরকেই নতুন প্রতীক নিয়ে ভোটে নামতে হবে— কালকের মহারণেই তা চূড়ান্ত হবে। সেই লড়াইয়ের আগে দিনভর চালু থাকল একে অন্যকে বোঝানোর চেষ্টা। তবে গোটাটাই হল লোকচক্ষুর অন্তরালে বন্ধ দরজার মধ্যে। উভয় শিবিরই আজ প্রকাশ্যে এ নিয়ে একটি কথাও বলেনি। সূত্রের খবর, বাবা যাতে লড়াই থেকে পিছু হটেন, তার জন্য আজ ফের একপ্রস্ত চেষ্টা করেন অখিলেশ। কিন্তু রাত পর্যন্ত খবর, মুলায়মের মন পরিবর্তনে ব্যর্থ হয়েছেন পুত্র।

অখিলেশ শিবিরের বক্তব্য, ছেলে যখনই বাবার সঙ্গে দেখা করে বাস্তব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছেন মুলায়ম অখিলেশের সঙ্গে একমত হয়েছেন। প্রকাশ্যে তাঁর হয়ে সওয়ালও করেছেন। আবার দলের রাজ্যসভার সাংসদ অমর সিংহ হাজির হলেই সে সব ভুলে ডিগবাজি খেয়েছেন মুলায়ম। অখিলেশ শিবিরের বক্তব্য, মুলায়মের স্মৃতিভ্রংশের অসুস্থতা রয়েছে। তার সুযোগ নিয়ে মুলায়মকে ছেলের বিরুদ্ধে খেপিয়ে তুলে দল ভাঙতে তৎপর রয়েছেন অমর সিংহ,

শিবপাল যাদবরা।

অখিলেশদের অভিযোগ, বিজেপি সভাপতি অমিত শাহের নির্দেশেই অমর-শিবপালদের এই তৎপরতা। লক্ষ্য বিজেপিকে সুবিধা করে দেওয়া। সেই কারণে মুলায়ম যখনই অখিলেশের হয়ে বার্তা দিয়েছেন, তার ঠিক পরেই অমর সিংহ গিয়ে হাজির হয়েছেন তাঁর কাছে। এবং তার পরেই ডিগবাজি খেতে দেখা গিয়েছে প্রাক্তন ওই কুস্তিগিরকে।

এই পরিস্থিতিতে আগামিকাল দু’পক্ষই নিজেদের দাবি নিয়ে নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে হাজির হতে চলেছে। মুলায়ম শিবিরের দাবি, তিনি দলের প্রতিষ্ঠাতা এবং সর্বভারতীয় সভাপতি। তাই দলের প্রতীক ও নাম ব্যবহারের অধিকার তাঁর হাতেই তুলে দিক কমিশন। অন্য দিকে অখিলেশ-ঘনিষ্ঠ নেতারা বলছেন, ইতিমধ্যেই মুলায়মকে সরিয়ে অখিলেশকে সর্বভারতীয় সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সাংসদ-বিধায়ক ও ছোট-বড় পদাধিকারীরাও রয়েছেন অখিলেশের সঙ্গেই। সুতরাং ছেলের হাতেই তুলে দেওয়া হোক প্রতীক। যদিও সূত্রের খবর, শেষ পর্যন্ত দলীয় প্রতীক না-পেলে দলে ভাঙন হবে ধরে নিয়েই নিজেদের জন্য বিকল্প নাম ও প্রতীক বেছে রেখেছেন অখিলেশ। দলের নাম অখিল ভারতীয় সমাজবাদী পার্টি, নির্বাচনী প্রতীক মোটরসাইকেল।

সাইকেলই হোক বা মোটরসাইকেল, দলে ভাঙন হোক বা না হোক— আপাতত একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, ওই রাজ্যে বিজেপিকে রুখতে কংগ্রেস ও অখিলেশ শিবিরের হাত মেলানো প্রায় নিশ্চিত। দিন কুড়ি আগেই কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নে ইতিবাচক ইঙ্গিত দিয়ে অখিলেশ জানিয়েছিলেন— রাহুলের দলের সঙ্গে হাত মেলালে ওই রাজ্যে অন্তত তিনশোটি আসন পাবে জোট। মাঝে বাবা-ছেলের দ্বন্দ্বে জোট প্রক্রিয়া কিছুটা ধাক্কা খায়। যদিও সূত্রের বক্তব্য, তলে তলে ওই রাজ্যে জোটের প্রশ্নে একমত রাহুল গাঁধী ও অখিলেশ যাদব। তবে ক’টি আসনে ওই জোট হবে, তা মুখোমুখি আলোচনার পরেই চূড়ান্ত হবে বলে উভয় শিবির ইঙ্গিত দিয়েছে। সূত্রের খবর, ২৭ বিধায়কের কংগ্রেস ওই রাজ্যে অন্তত ১২৫টি আসনে লড়তে চায়। কিন্তু প্রাথমিক ভাবে অখিলেশ ৭৫টি আসনের বেশি কংগ্রেসকে ছাড়তে চান না। তবে সপা সূত্রে ইঙ্গিত, ৯০টি পর্যন্ত

আসন রাহুলকে ছাড়ার জন্য তারা তৈরি। আর ১০ থেকে ১২টি আসন রাখা হচ্ছে অজিত সিংহের রাষ্ট্রীয় লোক দলের জন্য। বাকি ৩০০টি আসনে লড়বে সপা।

এই ডামাডোলের মধ্যেই নিজের ভোট প্রচার শুরু করে দিয়েছেন মুলায়মের ছোট পুত্রবধূ অপর্ণা যাদব। আগরা ক্যান্টনমেন্ট আসনে তিনি সপা-র হয়ে লড়বেন বলে আগেই ঘোষণা করেছিলেন মুলায়ম। আপাতত প্রতীক নিয়ে কোনও কথা বলছেন না তিনি। স্রেফ মুলায়মের ছবি কোলে নিয়ে ভোটারদের দোরে দোরে ঘোরা শুরু করে দিয়েছেন অপর্ণা দিদি। পাশে শাশুড়ি সাধনা, তাঁর সর্বক্ষণের সঙ্গী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Akhilesh Yadav Mulayam singh yadav Samajwadi Party
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE