Advertisement
E-Paper

সংসদে শীতকালীন অধিবেশন। হাই কোর্টে এসএসসি মামলা। খালেদার খবর। পারদ নামবে না। নজরে আর কী

সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণত শীতকালীন অধিবেশন ২০ দিন ধরে চলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণত শীতকালীন অধিবেশন ২০ দিন ধরে চলে। এই অধিবেশনে বেশ কয়েকটি বিল পেশ হওয়ার কথা। অন্য দিকে, এসআইআর, দিল্লি বিস্ফোরণ নিয়ে আলোচনার দাবি জানাবে বিরোধী দলগুলি। আজ সংসদের দুই কক্ষেই অধিবেশনের দিকে নজর থাকবে।

লাল বলের ক্রিকেটে ভরাডুবির পর সাদা বলের ক্রিকেটে ফিরতেই জয়ের মুখ দেখল ভারত। দক্ষিণ আফ্রিকাকে প্রথম এক দিনের ম্যাচে হারিয়ে তিন ম্যাচের সিরিজ়ে এগিয়ে গেল কেএল রাহুলের দল। শতরান করে বিশ্বকাপের দলে ঢোকার দাবি জোরালো করলেন বিরাট কোহলি। রান পেলেন রোহিত শর্মাও। বুধবার রায়পুরে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগে ভারতীয় দলের সব খবর।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি রয়েছে আজ কলকাতা হাই কোর্টে। মামলায় ২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ার বিধি এবং অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বরকে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। গত শুক্রবার মামলাকারীদের তরফে সওয়াল করা হয়। আজ বিচারপতি অমৃতা সিংহের এজলাসে রাজ্য এবং এসএসসির সওয়াল করার কথা। এর আগে আদালতে নতুন নিয়োগ প্রক্রিয়ার সব পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দেন। এই অবস্থায় আজ হাই কোর্টে কী হয় সে দিকে নজর থাকবে।

সোমবার নবান্নে জোড়া বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথম বৈঠকটি হবে লোকায়ুক্ত নিয়োগ করার জন্য। সেখানে উপস্থিত থাকবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এরপর বিকেল ৪টা ১৫ মিনিটে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয় বৈঠকটি হবে রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও মেম্বারের নাম সুপারিশ নিয়ে। সেখানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হলেও রাজ্যের বিরোধী দলনেতা দু’টি বৈঠকে অনুপস্থিত থাকবেন বলে আগাম জানিয়ে দিয়েছেন ।

বিধানসভা ভোটের আগে নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয় ২’ শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই মহেশতলা বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় শুরু হবে সেবাশ্রয়ের স্বাস্থ্যশিবির। আজ সকাল ১০টা নাগাদ নিউল্যান্ড মাঠ, চক চাঁন্দুল রথতলা এবং সবুজ সংঘের মাঠে সেবাশ্রয় ২-এর উদ্বোধন করবেন অভিষেক। এর পরের সাত দিন ধরে এলাকার বিভিন্ন জায়গায় এই স্বাস্থ্যশিবির চলবে। প্রতি দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে শিবিরগুলি। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন মানুষ।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সঙ্কটজনক। রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-তে (করোনারি কেয়ার ইউনিট) তিনি চিকিৎসাধীন। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার খালেদা কথা বলেছেন। তাঁর শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে সঙ্কট এখনও কাটেনি। চিকিৎসকেরা জানাচ্ছেন, কিডনির সমস্যা ঠিক না-হলে খালেদার শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা কম।

আজ থেকেই পশ্চিমবঙ্গে বাড়ছে মদের দাম। রাজ্যের আবগারি দফতর ইতিমধ্যেই জানিয়েছে, বিয়ার ছাড়া অন্যান্য সব ধরনের দেশি ও বিদেশি মদের ক্ষেত্রেই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। দফতরের প্রকাশিত হার অনুযায়ী, ৭৫০ মিলিলিটার বিদেশি মদের বোতলে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। ছোট প্যাকেজের ক্ষেত্রেও বাড়তি খরচ গুণতে হবে।

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিটওয়ার তাণ্ডবে মৃত্যু হয়েছে দু’শোরও বেশি মানুষের। দ্বীপরাষ্ট্রে তাণ্ডব চালিয়ে রবিবার সন্ধ্যায় ভারতের উপকূলে পৌঁছোয় ঘূর্ণিঝড় দিটওয়া। তামিলনাড়ুতেও ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে শতাধিক গবাদি পশু এবং বন্য প্রাণীর। বহু কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭ হাজার হেক্টর কৃষিজমির।

আগামী দু’দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোথাও তাপমাত্রার হেরফের হবে না। তার পরের তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরেই রাজ্যে জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা। আজ রাজ্যের সব জেলা কুয়াশাচ্ছন্ন থাকবে।

News of the Day winter session of parliament Mamata Banerjee Abhishek Banerjee India vs South Africa 2025 Weather Update Cyclone Ditwah khaleda zia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy