Advertisement
E-Paper

সংসদে পেশ হওয়া বাজেটের প্রভাব ও প্রতিক্রিয়া। যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো। আর কী কী নজরে

বিহারের জন্য ঢালাও ঘোষণা করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। ঘটনাচক্রে, সামনেই বিহারে বিধানসভা ভোট রয়েছে। বিজেপির অন্যতম জোটসঙ্গী বিহারে ক্ষমতাসীন নীতীশ কুমারের জেডিইউ।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২২
Share
Save

সংসদে পেশ হওয়া মোদী সরকারের বাজেটের পর প্রভাব এবং প্রতিক্রিয়া

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এ বারের বাজেটে মধ্যবিত্তদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন কর কাঠামোয় আয়করে বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ছাড় দেওয়া হয়েছে। চমক বলতে এটিই। এ ছাড়া শনিবারের বাজেট বক্তৃতায় বড় শিল্পের বিষয়ে তেমন কোনও মন্তব্য করতে দেখা যায়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। তবে বিহারের জন্য ঢালাও ঘোষণা করতে দেখা গিয়েছে তাঁকে। ঘটনাচক্রে, সামনেই বিহারে বিধানসভা ভোট রয়েছে। বিজেপির অন্যতম জোটসঙ্গী বিহারে ক্ষমতাসীন নীতীশ কুমারের জেডিইউ। বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে কেন্দ্রের বাজেট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এটি ‘বিহারকে তুষ্ট করার’ বাজেট বলে সমালোচনা করছেন বিরোধীরা। বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ঘোষণায় কাদের মুনাফা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র— তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। বাজেট প্রসঙ্গে রাজনৈতিক দলগুলির অবস্থানের দিকে নজর থাকবে আজ।

যোগেশচন্দ্র কলেজে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো

যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে পুলিশি প্রহরায় সরস্বতীপুজো করার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই মতো, রবি ও সোমবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ)-এর কড়া নজরদারিতে যোগেশচন্দ্র ডে এবং আইন কলেজে সরস্বতীপুজো হবে। বহিরাগতেরা যাতে কলেজে প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করবে পুলিশ। উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। আজ এই খবরে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ফের শাহিস্নান কুম্ভে, ভিড় সামলাতে কী পদক্ষেপ প্রয়াগে

বসন্ত পঞ্চমীতে কুম্ভমেলায় আরও একটি শাহিস্নানের তিথি রয়েছে। রবি এবং সোমবারে এই শাহিস্নান চলবে। এর আগে মৌনী অমাবস্যার তিথিতে প্রয়াগরাজের কুম্ভমেলায় শাহিস্নানের ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের কয়েক জন। পদপিষ্টের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশ সরকারের ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে এই নিয়ে। মৌনী অমাবস্যার অঘটন থেকে শিক্ষা নিয়ে বসন্ত পঞ্চমীতে আরও সজাগ প্রয়াগরাজের প্রশাসন। ২০১৯ সালের অর্ধকুম্ভ মেলার অভিজ্ঞতাসম্পন্ন দুই আমলাকে লখনউ থেকে প্রয়াগরাজে নিয়ে যাওয়া হয়েছে। আজ কুম্ভে ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যবস্থাপনার দিকে নজর থাকবে।

বাইপাস-কাণ্ডে নিহত তরুণী: তদন্ত কোন পথে

পুলিশের সন্দেহ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই বাইপাসের ধারে ধাবায় তরুণীর উপর হামলা হয়েছে। নিহত তরুণী রফিয়া সাকিল শেখের ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যে পুলিশ হাতে পেয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে গভীর ক্ষত রয়েছে। পাঁচটি কোপানোর চিহ্ন রয়েছে। কী কারণে তাঁর উপর হামলা হয়েছিল, সে বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিন্তু মৃতের ‘প্রেমিক’ কোথায় রয়েছেন, তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার রাতের ঘটনার পর থেকেই তাঁর খোঁজ নেই। ঘটনার পর ওই ‘প্রেমিকে’র স্ত্রী-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধরা হয়েছে এক নাবালককেও। আজ কি ওই ‘প্রেমিকে’র কোনও খোঁজ কি মিলবে? ধৃতদের থেকে এই খুনের মামলার তদন্তে নতুন কোনও দিশা মিলবে কি না, সে দিকে নজর থাকবে আজ।

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া, তাপমাত্রা কি কমবে

শনিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি বেশি। পূর্বাভাস বলছে, আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ, সরস্বতী পুজোতেও এই ‘গরম’ থাকবে। চেনা শীতের দেখা মেলার সম্ভাবনা নেই। তার পরের দু’দিনে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন কিছু জেলায় তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি।

News of the Day Budget 2025 bihar election Jogesh Chandra Chaudhuri College Mahakumbh 2025 EM Bypass Murder Winter Saraswati Puja 2025

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}