Advertisement
E-Paper

বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে ফের শুনানি। পন্থকে দিল্লিতে তলব। আর কী

বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।মঙ্গলবারের শুনানিতে শীর্ষ আদালত মন্তব্য করেছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আজ কমিশনের আইনজীবীর পাল্টা সওয়াল করার কথা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

মঙ্গলবারের পরে আজও বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বেলা ১১টা নাগাদ বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি হবে। মঙ্গলবারের শুনানিতে শীর্ষ আদালত মন্তব্য করেছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আজ কমিশনের আইনজীবীর পাল্টা সওয়াল করার কথা। এই অবস্থায় আজ আদালতে কী হয় সে দিকে নজর থাকবে।

রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। আজ বিকেল ৫টার মধ্যে তাঁকে কমিশনের সদর দফতর, নির্বাচন সদনে সশরীরে হাজির হতে বলা হয়েছে। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত চার আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে টানাপড়েন চলছে রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের মধ্যে। এই আবহে পন্থকে দিল্লিতে তলব করেছে কমিশন। নবান্ন সূত্রে খবর, আজ সকালের বিমানেই দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব। পন্থ দিল্লি যান কি না, গেলেও কখন, সে দিকে আজ নজর থাকবে।

আগামী শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়টি উঠে আসার সম্ভাবনা প্রবল। তার আগে আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা হতে পারে ট্রাম্পের। ওই ফোনালাপে যোগ দিতে পারেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও। বস্তুত, রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে আমেরিকা কোন পথে এগোয়, তা ভারতের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, ভারতের সঙ্গে আমেরিকার কূটনৈতিক টানাপড়েনের মূলেই রয়েছে রুশ-ইউক্রেন যুদ্ধ। ট্রাম্পের অভিযোগ, ভারতের সঙ্গে ব্যবসার লভ্যাংশ যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। এই অবস্থায় কূটনৈতিক পরিস্থিতি কোন পথে গড়ায়, সে দিকে নজর থাকবে আজ।

আজ সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী কয়েক দিনে ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ফের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ওই দিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়ার পাশাপাশি ঝাড়গ্রামেও ঝড়বৃষ্টি হতে পারে। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা কমলা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ওই দিন বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

News of the Day SIR Election Commission Supreme Court of India Manoj Pant Russia Ukraine War Donald Trump Vladimir Putin Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy