দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। দেশ জুড়ে দিনভর বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে। সকালে লালকেল্লায় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর সেখান থেকেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক এবং কূটনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কী বার্তা দেন দেশবাসীর উদ্দেশে, সে দিকে নজর থাকবে আজ। স্বাধীনতা দিবসের আগের দিনই কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে অনেকের মৃত্যু হয়েছে। অপারেশন সিঁদুর, ভারত-আমেরিকা কূটনীতির পাশাপাশি কাশ্মীরের বিপর্যয়ের কথাও মোদীর বক্তৃতায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
রুশ-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামানোর জন্য এই বৈঠক হলেও কিভের কোনও প্রতিনিধিকে ডাকা হচ্ছে না আলোচনায়। বৈঠক হবে দ্বিপাক্ষিকই। তা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে ইউক্রেন এবং তার ইউরোপীয় বন্ধুদের। যদিও গত বুধবার ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরে নিয়েছেন ট্রাম্প। ভারতীয় সময় অনুসারে শুক্রবার বেশি রাতের দিকে আলাস্কায় বৈঠক শুরু হওয়ার কথা। সেখানে কী কী বিষয় উঠে আসে, ভূখণ্ড বিনিময় নিয়ে কোনও আলোচনা হয় কি না, যুদ্ধবিরতির কোনও দিশা মেলে কি না, সে দিকে নজর থাকবে।
আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা বলা হয় ইপিএলকে। প্রথম দিনই নামছে গত বারের চ্যাম্পিয়ন লিভারপুল। গত বার লিভারপুলের ধারেকাছে কেউ ছিল না। তাদের থেকে ১০ পয়েন্ট পিছনে ছিল আর্সেনাল। প্রথম ম্যাচে লিভারপুলের বিপক্ষে বোর্নমাউথ। খেলা রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। এ ছাড়া মধ্য বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিবৃদ্ধি করবে এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর ফলে দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়তে পারে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আগামী কয়েক দিন আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের জেলাগুলিতে।