দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
মলদ্বীপের রাজধানী মালেতে গিয়ে শুক্রবার বিকেলে সে দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মহম্মদ মুইজ়্জ়ুর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারও মলদ্বীপে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন মোদী। ২০২৩ সালে মুইজ়্জ়ু মলদ্বীপের প্রেসিডেন্টের কুর্সিতে বসার পরে ভারতের সঙ্গে ওই দ্বীপরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়েছিল। কিন্তু গত কয়েক মাসে পরিস্থিতির বদল হয়েছে। এই আবহে মুইজ়্জ়ুর আমন্ত্রণে সাড়া দিয়ে মোদীর দু’দিনের মলদ্বীপ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৯ সালের পরে আবার মলদ্বীপ সফরে গেলেন মোদী। আজ মালে থেকে নয়াদিল্লি ফেরার কথা তাঁর।
আজ মরসুমের প্রথম কলকাতা ডার্বি। কলকাতা ফুটবল লিগে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই ম্যাচেও খেলবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ছোটদের দল। টেলিভিশনে খেলা দেখা যাবে না। এসএসইএন অ্যাপে হবে সম্প্রচার।
চলছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। আজ চতুর্থ দিনের খেলা। পাঁচ ম্যাচের সিরিজ়ে পিছিয়ে রয়েছে ভারত। প্রথম টেস্টে হারার পর দ্বিতীয় টেস্টে জিতে সমতা ফিরিয়েছিল ভারত। কিন্তু লর্ডসে তৃতীয় টেস্টে আবার হেরে যায় শুভমন গিলের দল। এই টেস্টে হেরে গেলে সিরিজ় হেরে যাবে ভারত। চতুর্থ দিনের খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের কয়েক জেলাতেও। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে নিম্নচাপ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে সরবে। তার পর উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে।
আজ থেকে শুরু হচ্ছে মহিলাদের দাবা বিশ্বকাপের ফাইনাল। এই প্রথম মহিলাদের বিশ্বচ্যাম্পিয়ন পাচ্ছে ভারত। ফাইনালে মুখোমুখি দুই ভারতীয় দিব্যা দেশমুখ ও কনেরু হাম্পি। ফাইনাল তো দূরের কথা, বিশ্ব দাবায় এর আগে সেমিফাইনালেও কোনও মহিলা ভারতীয় ওঠেননি। ইতিহাস তৈরি করা দুই ভারতীয়ের মধ্যে কার মাথায় উঠবে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট? ফাইনালের প্রথম গেম আজ। খেলা শুরু বিকেল ৪:৩০ থেকে।