ভূস্বর্গ ভয়ঙ্কর নয়, সুন্দর। সুন্দর সেই কাশ্মীর উপত্যকায় শীতের মরসুম উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সেখানকার প্রায় সমস্ত টুরিস্ট রিসর্টই আগামী বছরের জানুয়ারি পর্যন্ত ভর্তি হয়ে গিয়েছে।
মূলত উপত্যকার গুলমার্গ এবং পহেলগাঁওতেই ভিড় বেশি। অভিজাত রিসর্টগুলিতেও জানুয়ারি পর্যন্ত বুকিং হয়ে গিয়েছে। প্রতি দিন প্রায় ৭০০ থেকে ৮০০ পর্যটক সেখানে পৌঁছচ্ছেন। তার মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের টুরিস্টই রয়েছেন প্রায় ৩০০ জন। বাকিরা স্থানীয় এলাকার বাসিন্দা। ছুটি কাটানো ছাড়াও স্কি করতে বা গুলমার্গের রোপওয়ের টানেই কাশ্মীর উপত্যকায় ভিড় করছেন বহু পর্যটক।
জম্মু ও কাশ্মীর কেবল কর্পোরশেনের তরফে জানানো হয়েছে, সেখানকার নিম্ন উপত্যকায় স্কি বন্ধ থাকায় রোপওয়ের একাংশ খোলা রাখা হয়েছে। তবে স্কি ছাড়াও গুলমার্গের গন্ডোলা নামে খ্যাত ওই রোপওয়ে চড়তেও পর্যটকদের জমায়েত হচ্ছে।