নয়াদিল্লি, ৭ এপ্রিল: হজযাত্রার সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সৌদি আরব ভারতীয় নাগরিকদের ভিসা প্রদান সাময়িক ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিল। ভারতের পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশ-সহ মোট ১৪টি দেশের নাগরিকদের জন্য এই সিদ্ধান্ত। এই নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে, যা মক্কায় হজ তীর্থযাত্রার সমাপ্তির
সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সৌদির বক্তব্য, এই নিষেধাজ্ঞার প্রয়োজন দেখা দিয়েছে, কারণ অতীতে অনেক বিদেশি নাগরিক উমরাহ বা ভিজ়িট ভিসায় প্রবেশ করে অবৈধ ভাবে বেশি সময় থেকে গিয়েছেন এবং সরকারি অনুমোদন ছাড়াই হজে অংশ নিয়েছেন। এর ফলে ভিড় এবং তীব্র গরমের সমস্যা দেখা দিয়েছে। ২০২৪ সালের হজের সময় এমন একটি ঘটনায় কমপক্ষে ১,২০০ তীর্থযাত্রী প্রাণ হারিয়েছিলেন। এই ধরনের ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার আর একটি কারণ হল, অবৈধ কর্মসংস্থান। কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেক বিদেশি নাগরিক ব্যবসায়িক বা পারিবারিক ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করে অনুমোদন ছাড়া কাজে নিযুক্ত হয়েছেন। এটি ভিসা নিয়ম লঙ্ঘন করার পাশাপাশি শ্রমবাজারে ব্যাঘাত সৃষ্টি করেছে। এই ধরনের কার্যকলাপ বন্ধ করতেও এই পদক্ষেপ করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)