দুই কন্যা এবং স্ত্রীকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির কারওয়াল নগর এলাকায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক।
প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে তিন জনের দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় কারওয়াল নগর এলাকায় হুলস্থুল পড়ে গিয়েছে।
এক প্রতিবেশী জানিয়েছেন, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির আওয়াজ পাওয়া গিয়েছিল। তার পর সব চুপচাপ হয়ে যায়। শনিবার সকালে তাঁদের কোনও আওয়াজ পাওয়া যায়নি। বেলা বাড়লেও তাঁদের কোনও সাড়াশব্দ না পাওয়ায় বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। তার পরেও কোনও উত্তর না পেয়ে দরজায় ধাক্কা দেন। ধাক্কা দিতেই দরজা খুলে যায়। তখনই দেখা যায়, দু’টি শিশু এবং মহিলা রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে। যুবক বেপাত্তা।
ওই প্রতিবেশীর কথায়, ‘‘সকাল ৬টা নাগাদ আমরা ওই যুবকের বাড়ির দরজা খুলতেই দেখি বিছানার উপর পড়ে রয়েছে তিন জন। তার পরই পুলিশে খবর দেওয়া হয়।’’ প্রতিবেশীদের দাবি, হামেশাই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। সেই অশান্তির জেরেই কি খুন, না কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।