Advertisement
E-Paper

পদপিষ্টকাণ্ড: দিল্লিতে সিবিআইয়ের দফতরে হাজিরা দিলেন অভিনেতা বিজয়! চলছে জিজ্ঞাসাবাদ

সকাল ৭টায় তামিলনাড়ুর চেন্নাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন বিজয়। সঙ্গে ছিলেন টিভিকেরই আর এক নেতা আধভ অর্জুন। সকাল ১১টা ২৯ মিনিটে বিজয় একটি কালো রেঞ্জ রোভারে চেপে দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে পৌঁছোন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৫:৪৬
অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়।

অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। — ফাইল চিত্র।

তামিলনাড়ুর কারুরে পদপিষ্টের ঘটনায় এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দফতরে হাজিরা দিলেন তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়। সোমবার সকালে দিল্লিতে সিবিআইয়ের দফতরে গিয়েছেন তিনি।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টায় তামিলনাড়ুর চেন্নাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন বিজয়। সঙ্গে ছিলেন টিভিকেরই আর এক নেতা আধভ অর্জুন। সকাল ১১টা ২৯ মিনিটে বিজয় একটি কালো রেঞ্জ রোভারে চেপে দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে পৌঁছোন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে ভিতরে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পর্যায়ের আনুষ্ঠানিকতাগুলি সেরে তাঁকে নিয়ে যাওয়া হয় দুর্নীতি দমন শাখার তদন্তকারীদের কাছে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্য দিকে, অভিনেতা তথা রাজনীতিককে এক ঝলক দেখতে দিল্লিতেও ভিড় জমিয়েছেন সমর্থকেরা। বিজয়ের এক ভক্ত আয়ানর পিটিআই-কে বলেন, ‘‘অভিনেতাকে এক ঝলক দেখার জন্য আমরা প্রায় ৪০ জন মিলে এখানে এসেছি। আমরা সকলে দিল্লিতেই থাকি। আমরা সবাই ওঁর বড় ভক্ত!’’ বিশাল জনসমাগমের আশঙ্কায় সোমবার সকাল থেকেই সিবিআই দফতরের চারপাশে দিল্লি পুলিশ এবং সিএপিএফ-এর একাধিক ইউনিট মোতায়েন করা হয়েছিল। তাঁরা পরিস্থিতি নজরে রেখেছিলেন। ফলে কোনও রকম বিশৃঙ্খলা তৈরি হয়নি।

যে ঘটনা নিয়ে এত চাপানউতর, তা ঘটেছিল গত বছরের ২৭ সেপ্টেম্বর। ওই দিন তামিলনাড়ুর করুরে টিভিকে-র সমাবেশে প্রায় ৩০ হাজার সমর্থক জড়ো হয়েছিলেন। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। নিহত হন ৪১ জন। প্রথমে ওই ঘটনার তদন্ত করছিল বিশেষ তদন্তকারী দল বা সিট। পরে সুপ্রিম কোর্ট নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়ায় মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। মাসদুয়েক আগে টিভিকে-র সদর দফতরেও হানা দেয় সিবিআই। সেদিন সেখানে কারা উপস্থিত ছিলেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য চান তদন্তকারীরা। সঙ্গে গোটা এলাকার সিসিটিভি ফুটেজও চাওয়া হয়। এর পর গত ৬ জানুয়ারি খোদ বিজয়কেই তলব করে সিবিআই।

Vijay Thalapathy CBI Tamil Nadu Stampede
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy