গাড়ির শোরুমে আগুন লাগায় ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে নভি মুম্বইয়ের একটি মারুতি গাড়ির শোরুমে।
পুলিশ সূত্রে খবর, নভি মুম্বইয়ের সেক্টর ১০-এ একটি গাড়ির শো-রুম ছিল। দুই কর্মী ওই দিন শোরুমের ভিতরে ঘুমোচ্ছিলেন। তখনই ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ কোনও ভাবে ওই শোরুমে আগুন লেগে যায়। ঘুমের মধ্যে এই ঘটনা ঘটায় ওই দুই কর্মী তা টের পাননি। ফলে অগ্নিদগ্ধ হয়ে শোরুমের ভিতরেই মৃত্যু হয় তাঁদের।
স্থানীয়দের থেকে খবর পেয়ে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে তাঁদের উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে দমকল জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা।
আরও পড়ুন: ৯ বছরের মেয়েকে রড দিয়ে মার গো-রক্ষকদের!