অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের হারের কারণ খুঁজতে পারে ভারতীয় বোর্ড। প্রতিযোগিতায় ফাইনালের আগে একটিও ম্যাচ হারেনি ভারত। আয়ষ মাত্রের নেতৃত্বে ভাল ছন্দেই এগোচ্ছিল দল। কিন্তু ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জাজনক ভাবে ম্যাচ হারে ভারত। পাকিস্তান জেতে ১৯১ রানে। যা দেখে বিস্মিত বোর্ডকর্তারা।
সোমবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, অধিনায়ক আয়ুষ মাত্রে ও কোচ ঋষিকেশ কানিতকরের সঙ্গে বৈঠকে বসবেন বোর্ডকর্তারা। তাঁদের কাছে জানতে চাইবেন হারের কারণ।
ভারতের তারকা ক্রিকেটারেরাই ফাইনালের দিন ব্যর্থ হন। আয়ুষ ফেরেন মাত্র দু’রানে। বৈভব সূর্যবংশী ১০ বলে ২৬ রান করে। প্রত্যেক বলই মারতে যাচ্ছিল ১৪ বছরের ক্রিকেটার। কোন বলে আগ্রাসী শট খেলা উচিত, কোন বলই বা সম্মান দেওয়া উচিত, সেই সিদ্ধান্ত নিতে পারেনি বৈভব।
ভারতের বাকি ব্যাটসম্যানেরাও দ্রুত রান তুলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন। অ্যারন জর্জ পুল করতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে যান। বিহান মলহোত্র সোজা ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হন। ব্যাট ও পায়ের ফাঁক দিয়ে স্টাম্পে আছড়ে পড়ে বল। প্রতিযোগিতায় ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক অভিজ্ঞান কুণ্ডুও ফাইনালে ১৩ রান করে ফিরে যান। কেন এই ভাবে উইকেট ছুড়ে আসলেন ক্রিকেটারেরা সেই কারণ খুঁজবে বোর্ড।
ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল বলেছেন, ‘‘এত খারাপ ভাবে দল হারবে আশা করিনি। তবে আমরা বৈঠকে ওদের ডেকে বকাবকি করব না। এই ধরনের পরিস্থিতি আবার এলে কী ভাবে জিতে ফেরা যায় তা নিয়েই আলোচনা হবে।’’
কয়েক দিনের মধ্যেই মুম্বইয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে পর্যালোচনায় বসবে বোর্ড।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)