ঠিক এক মাসের ব্যবধান! ফের পূর্ব ভারতের আকাশে বড় মাপের দুর্ঘটনা এড়াল দু’টি যাত্রিবাহী বিমান।
গত ১১ জুলাই বাগডোগরার আকাশে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ এড়িয়েছিল এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর দু’টি বিমান। সোমবার সকাল আটটায় ঘটনাটি ঘটেছে জামশেদপুরের আকাশে। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, ইউনাইটেড বাংলাদেশ বিমানসংস্থার এক চালক ভুল করে বিমানের উচ্চতা অনেকটা কমিয়ে আনছিলেন। যার ফলে সৌদি আরবের একটি বিমানের সঙ্গে সেটির সংঘর্ষ হতে পারত। তবে উচ্চতা কমানোর কিছু ক্ষণের মধ্যেই বিপদসঙ্কেত পান দুই বিমান চালক এবং কলকাতায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের (জামশেদপুরের আকাশ এই এটিসি-র অধীনেই) অফিসারেরা। তিন পক্ষই তৎপর হয়ে ওঠায় শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে তদন্ত শুরু করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।
বিমানবন্দর সূত্রের খবর, গত ১১ জুলাই দুপুর সাড়ে ১২টা নাগাদ ইন্ডিগোর একটি বিমান বাগডোগরা বিমানবন্দর থেকে উড়েছিল। সে সময়ই দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমান বাগডোগরায় নামার কথা ছিল। ইন্ডিগোর বিমানটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিপদসঙ্কেত পান দু’টি বিমানের চালকই। তাঁদের তৎপরতায় বিপদ ঘটেনি সে দিন।