দিল্লিতে আড়াই বছরের শিশু কন্যা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করা হল দুই নাবালককে। অভিযোগ শুক্রবার, ওই শিশুকে তার বাড়ির সামনে থেকেই অপহরণ করা হয়। তারপর শিশুটির উপর চলে পৈশাচিক যৌন অত্যাচার।
পুলিস জানিয়েছে, আটক দুই নাবালক নিগৃহীতা শিশুটির প্রতেবেশী।
‘‘এই মামলার তদন্তে ১৫টি টিম গঠন করা হয়েছে। এক রাতের মধ্যে ২৫০ জন স্থানীয় বাসিন্দাকে জেরা করা হয়েছে। তারপরেই আটক করা হয় ওই দুই নাবালককে।’’ জানিয়েছেন দক্ষিণ পশ্চিম দিল্লির যুগ্ম কমিশনার দীপেন্দ্র পাঠক।
শিশুটির মায়ের বয়ান অনুযায়ী, বাড়ির সামনেই রামলীলা দেখতে গিয়েছিল সে। ১০ মিনিটের পাওয়ার কাটের সুযোগে শিশুটিকে অপহরণ করা হয়।
ঘণ্টা তিনেক পর পাশের একটি পার্কে অচৈতন্য রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় শিশুটি। যৌনাঙ্গে গভীর ক্ষত আর আর গোটা শরীরে তীব্র কামড়ের দাগেই বোঝা যাচ্ছিল দুষ্কৃতীরা কী নির্মম অত্যাচার চালিয়েছে ওই ছোট্ট শরীরটার উপর।
গতকালই অস্ত্রোপচার হয় শিশুটির।
ফিরে এল নির্ভয়া-স্মৃতি, গণধর্ষিতা ২ শিশু, লজ্জায় ডুবে রাজধানী দিল্লি