জয়পুরে ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় আরও দু’জনের মৃত্যু ঘটল। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দু’জনেই। ছ’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর জয়পুরের এসএমএস হাসপাতালে মৃত্যু হয় তাঁদের। তার জেরে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭-তে। তবে এখনও ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।
এসএমএস হাসপাতালের সুপার সুশীল ভাটি জানান, বুধবার সকালে এক জন পুরুষ এবং এক জন মহিলার মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। বাকিদেরও শরীরের অনেকাংশই পুড়ে গিয়েছে। তবে তাঁদের কারও অবস্থা সঙ্কটজনক নয়।
গত শুক্রবার জয়পুর-অজমের হাইওয়ের ধারে একটি পেট্রল পাম্পের কাছে দাঁড় করানো একটি সিএনজি ট্যাঙ্কারে ধাক্কা মারে এলপিজিবোঝাই ট্রাক। সেই সংঘর্ষে সিএনজি ট্যাঙ্কার লিক হয়ে যায়। তার পরই আগুন ধরে গিয়ে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের তীব্রতা ৩০০ মিটার জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল, যার জেরে একের পর এক গাড়ি জ্বলে যায়। এত দ্রুত ঘটনাটি ঘটে যে অনেকে গাড়ি থেকে বেরোতেই পারেননি।
আরও পড়ুন:
ইতিমধ্যে এই দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। পাশাপাশি, মৃত এবং আহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণও ঘোষণা করেছে তারা। মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারও মৃতদের পরিবারের জন্য আলাদা ভাবে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, রাজ্য সরকারের কাছে তার বিস্তারিত রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। ২০ জানুয়ারির মধ্যে সেই রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।