এ বার সুষমা-শরণে দুই পাক শরণার্থী।
কাবেশ কুমার এবং বিকিশ কুমার সম্পর্কে ভাই। তাঁদের বক্তব্য, ছাত্র ভিসা না থাকায় তাঁদের ভর্তি নেয়নি ইন্দিরা গাঁধী মুক্ত বিশ্ববিদ্যালয়। এই পরিস্থিতিতে সাহায্য চেয়ে একটি মানবাধিকার সংস্থার কাছে যান তাঁরা। সেখান থেকেই দুই ভাইয়ের তরফে টুইট করে সাহায্য চাওয়া হয়েছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে।
সূত্রের খবর, পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে স্কুলের পড়াশোনা শেষ করে সব ছেড়ে পরিবারের সঙ্গে ভারতে চলে আসেন ওই দুই ভাই। কাবেশ এ বছরের জানুয়ারি থেকে এবং বিকিশ গত দেড় বছর ধরে দিল্লিতে রয়েছেন। কাবেশ বলেন, ‘‘ভিজিটিং ভিসায় পরিবারের সঙ্গে ভারতে এসেছিলাম। পাকিস্তানে ফিরতে চাই না বলে প্রতি বার ভিসার মেয়াদ বাড়ানো হয়। ইন্দিরা গাঁধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। কিন্তু ছাত্র ভিসা ছাড়া ভর্তি নেওয়া হবে না বলে জানানো হয়েছে।’’ তাঁদের আক্ষেপ, ‘‘পাকিস্তানে পড়াশোনা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে। এখন ভারতে এসেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’’